চিল্কিগড় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দশটি দাঁতাল হাতি

চিল্কিগড় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দশটি দাঁতাল হাতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
চিল্কিগড়

চিল্কিগড় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দশটি দাঁতাল হাতি।  আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের বন দফতরের গিধনী রেঞ্জের অন্তর্গত বাঘাখন্দর, চিলকিগড় সংলগ্ন জঙ্গলে ১০ টি হাতি মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে।

 

তাই বন দফতরের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করার জন্য সকলের কাছে আবেদন করা হয়েছে। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে রাতে রাস্তায় বেরোবেন না। বাঘাখন্দর থেকে আমতলিয়া পথে যাত্রীদের সাবধান করুন। অযথা কৌতূহলবশত: হাতি পর্যবেক্ষণ করতে যাবেন না। জনসচেতনতার স্বার্থে এই বার্তাটি ছড়িয়ে দিন। মদ খেয়ে বাইরে যাবেন না অথবা বাড়িতে মদ রাখবেন না।

 

সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬টা পর্যন্ত্য বাড়ির বাইরে গ্রামবাসীদের বেরোতে নিষেধ করা হয়েছে। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় যেভাবে ওই হাতির দল জামবনি ব্লক এর চিল্কিগড় সংলগ্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা।

 

ঘটনাস্থলে রয়েছে বন দফতরের আধিকারিক ও কর্মীরা । বনদপ্তর এর পক্ষ থেকে হাতির গতিবিধির উপর নজরদারি শুরু করা হয়েছে। তা সত্ত্বেও প্রচন্ড শীতের মধ্যে যেভাবে হাতির দল এলাকায় তাণ্ডব শুরু করেছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে গ্রামবাসীরা জানান।

 

এছাড়াও ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বালিভাসা এলাকায় বেশ কয়েকটি দাঁতাল হাতি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে তাণ্ডব শুরু করেছে।যার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশংকায় আতংকের মধ্যে রয়েছে।বন বিভাগের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার জন্য জানানো হয়েছে।

 

আর ও পড়ুন    বিশ্বভারতীর মেলা বন্ধের প্রতিবাদ, হবে বিকল্প পৌষমেলা

 

উল্লেখ্য, চিল্কিগড় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দশটি দাঁতাল হাতি।  আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের বন দফতরের গিধনী রেঞ্জের অন্তর্গত বাঘাখন্দর, চিলকিগড় সংলগ্ন জঙ্গলে ১০ টি হাতি মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে।তাই বন দফতরের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করার জন্য সকলের কাছে আবেদন করা হয়েছে। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে রাতে রাস্তায় বেরোবেন না।

 

বাঘাখন্দর থেকে আমতলিয়া পথে যাত্রীদের সাবধান করুন। অযথা কৌতূহলবশত: হাতি পর্যবেক্ষণ করতে যাবেন না। জনসচেতনতার স্বার্থে এই বার্তাটি ছড়িয়ে দিন। মদ খেয়ে বাইরে যাবেন না অথবা বাড়িতে মদ রাখবেন না। সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬টা পর্যন্ত্য বাড়ির বাইরে গ্রামবাসীদের বেরোতে নিষেধ করা হয়েছে। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় যেভাবে ওই হাতির দল জামবনি ব্লক এর চিল্কিগড় সংলগ্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top