হুগলি – চুঁচুড়ায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২২ বছর বয়সি অগ্নিবীর জওয়ান অনুরাগ কুমার সিং। সোমবার সন্ধ্যায় চুঁচুড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তামলীপাড়া ঘাট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, পুজোর ছুটিতে সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন, কিন্তু সেই আনন্দই পরিণত হলো শোকের ঘটনায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় ময়ূরপঙ্খী ঘাট থেকে তিনটি বাইক দ্রুতগতিতে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল। কিছুটা যাওয়ার পরই দুটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি স্কুটারে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় রাস্তায় উলটে যায় দুটি বাইক ও স্কুটার। বাইকগুলির মধ্যে একটিতে ছিলেন অনুরাগ কুমার সিং। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং আহতদের উদ্ধার করে দ্রুত ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা অনুরাগকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনুরাগ ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর পদে কর্মরত ছিলেন এবং তাঁর কর্মস্থল ছিল জম্মু ও কাশ্মীরে। তিন বছর আগে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য পুজোর ছুটিতে বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু সেই স্বল্প সময়েই ঘটে গেল অপ্রত্যাশিত দুর্ঘটনা, যা নেমে এনেছে শোকের ছায়া তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুমহলে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। তদন্ত শুরু হয়েছে দুর্ঘটনার কারণ নিয়ে। হুগলি-চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বলেন, “রাতের অন্ধকারে গঙ্গার ধারে দ্রুতগতিতে বাইক চালানোর প্রবণতা অত্যন্ত বিপজ্জনক। আজকের এই দুর্ঘটনা সেই বেপরোয়া গতিরই ফল। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে আরও কড়া নজরদারি চালানো প্রয়োজন।”



















