চুঁচুড়ায় নির্মিয়মান আবাসন থেকে টোটো চালকের মৃতদেহ উদ্ধার। নির্মিয়মান আবাসন থেকে টোটো চালকের মৃতদেহ উদ্ধার চুৃঁচুড়ায়। মৃতের নাম রাজীব সেনগুপ্ত। বাড়ি চুঁচুড়া খাগড়াজোল। মৃতদেহ আবাসনের তলায় মাটিতে পরে ছিল, গলায় লাগানো ছিল দরি। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যার ঘটনা এটি। অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ধরে তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ, মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারন।
রাজীব সেনগুপ্ত(৩৩) পেশায় টোটো চালক। গতকাল রাতে বাড়ি ফেরেনি সে। আজ সকালে এলাকার বাসিন্দারা দেখতে পান মিয়ারবেড়ে একটি নির্মিয়মান আবাসনের তলায় পরে রয়েছে তার মৃতদেহ। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তে। এলাকাবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনাস্থলের ছবি তোলে তদন্তকারীরা।
মৃতের ভাই ছোটু জানায় তার দাদা টোটো চালাত বছর চারেক ধরে। কোনো একটি মেয়ের সঙ্গে তার ভালোবাসা ছিল। সম্প্রতি সেই সম্পর্কে অবনতি হওয়ায় মানসিক ভাবে দুঃখি ছিল। নেশা করত খুব। তবে বাড়িতে এ ব্যাপারে কিছু বলত না। দাদা আত্মহত্যা করেছে নাকি মৃত্যুর পিছনে অন্য কোনো কারন তা জানা নেই বলেও জানায় মৃত যুবকের পরিবার। পুলিশও জানিয়েছে যুবক অবসাদগ্রস্ত ছিল। অবসাদের পিছনে কারন প্রেম হতে পারে।
এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে মিয়ারবেড়ে আবাসনটি অর্ধেক তৈরী হয়ে পরে রয়েছে। সন্ধা নামতেই অসামাজিক কাজকর্ম চলে। আড্ডা জমায় নেশাখোররা।
আরও পড়ুন – বিজেপির চোর ধরো জেলে ভরো আন্দোলন মানিকচকে
উল্লেখ্য, নির্মিয়মান আবাসন থেকে টোটো চালকের মৃতদেহ উদ্ধার চুৃঁচুড়ায়। মৃতের নাম রাজীব সেনগুপ্ত। বাড়ি চুঁচুড়া খাগড়াজোল। মৃতদেহ আবাসনের তলায় মাটিতে পরে ছিল, গলায় লাগানো ছিল দরি।পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যার ঘটনা এটি। অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ধরে তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ, মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারন।
রাজীব সেনগুপ্ত(৩৩) পেশায় টোটো চালক।গতকাল রাতে বাড়ি ফেরেনি সে। আজ সকালে এলাকার বাসিন্দারা দেখতে পান মিয়ারবেড়ে একটি নির্মিয়মান আবাসনের তলায় পরে রয়েছে তার মৃতদেহ। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তে।এলাকাবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনাস্থলের ছবি তোলে তদন্তকারীরা।