ভিকি-ক্যাটরিনা-র বিয়েতে থাকছে একাধিক চুক্তিপত্র?

ভিকি-ক্যাটরিনা-র বিয়েতে থাকছে একাধিক চুক্তিপত্র?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
চুক্তিপত্র

ভিকি-ক্যাটরিনা-র বিয়েতে থাকছে একাধিক চুক্তিপত্র? উদয়পুরে রাজকীয় বিয়ে সারছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।। এই বিয়ে নিয়ে প্রায় রোজই কোনও না কোনও নতুন খবর সামনে আসছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ভিকি ও ক্যাটরিনা তাঁদের বিয়েতে আসা অতিথিদের এনডিএ ধারায় স্বাক্ষর করাতে বাধ্য করাবেন। সূত্রের খবর, রাজস্থানের রণথমবোরে টানা তিন দিন, অর্থাৎ ৭, ৮ ও ৯ ডিসেম্বর চলবে রাজকীয় বিয়ের আয়োজন। বিয়ের পাত্র-পাত্রী মুখে কুলুপ আঁটলেও রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার প্রশাসক রাজেন্দ্র কিশন এ বিয়ের খবর একপ্রকার নিশ্চিত করেছেন। একাধিক সূত্রের খবর, বিয়ের নিরাপত্তা ইস্যুতে এক বৈঠক শেষে জেলা প্রশাসক রাজেন্দ্র কিশন জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে মোট ১২০ জন অতিথি আসবেন।

 

তাঁদের সবাইকে কোভিড বিধি মেনে চলতে হবে; করোনার টিকা নেওয়ার সনদ দেখাতে হবে। এদিকে, ভারতীয় গণমাধ্যমের শীর্ষ গণমাধ্যমগুলো এ বিয়ের অতিথিদের জন্য শর্তের তালিকা দীর্ঘ করেই চলছে। সে তালিকায় আছে—গোপনীয়তার জন্য চুক্তি স্বাক্ষার করতে ঢুকতে হবে বিয়েতে, রাখা যাবে না মোবাইল ফোন, তোলা যাবে না কোনো ছবি। এভাবে সে তালিকা বেড়েই যাচ্ছে।

 

তবে, ক্যাটরিনা কাইফের এক ঘনিষ্ঠ বন্ধু—এসব শর্তের খবরগুলো হাস্যকর বলে মন্তব্য করেছে। সূত্রের খবর অনুযায়ী, সে বন্ধু বলেছেন, প্রকাশিত এসব খবর সবচেয়ে হাস্যকর। বিয়ের জন্য কোনো পূর্বশর্ত নেই। সর্বাধিক তারা অনুষ্ঠান চলাকালীন মোবাইল ফোন ব্যবহার না করার জন্য আমন্ত্রিতদের অনুরোধ করতে পারে (যা তাঁরা করেননি)। কিন্তু, কীভাবে তারা আমন্ত্রিতদের অনুষ্ঠানস্থলে থাকাকালীন বহির্বিশ্বের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করতে বলতে পারে। এটা কি বিয়ে নাকি ন্যাম সম্মেলন?

 

উল্লেখ্য, বিভিন্ন সূত্র ও ভিক-ক্যাটরিনার ঘনিষ্ট বন্ধুদের মাধ্যমে বিয়ের প্রস্তুতির টুকরো টুকরো খবর কানে আসলেও এখনও বলিউডের এই জুটি তাঁদের বিয়ে নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তবে বিয়ের এই তিনদিনের উৎসবকে ঘিরে ভিকি ও ক্যাটরিনা কড়া নিয়ম জারি করেছে। বিয়ের কোনও ছবি বা ভিডিও নয়, সোশ্যাল মিডিয়ায় লোকেশন প্রকাশ করা নয় সহ একাধিক নিয়ম রয়েছে এই বিয়েতে। যা দেখে মনে করা হচ্ছে যে ভিকি ও ক্যাটরিনা তাঁদের বিয়ে খুবই গোপনীয়তা বজায় রেখে করতে চলেছেন।

 

আর ও পড়ুন    মে মাসের মধ্যে পুরভোট করাতে চায় রাজ্য

 

আসুন দেখে নিই এই রাজকীয় বিয়েতে কিসের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

১)‌ বিয়েতে কারা কারা অতিথি হিসাবে আসছেন তা প্রকাশ করা চলবে না।

২)‌ বিয়ের কোনও ছবি তোলা যাবে না।

৩)‌ সোশ্যাল মিডিয়ায় কোনও বিয়ের ছবি শেয়ারিং নয়।

৪)‌ সোশ্যাল মিডিয়ায় বিয়ের লোকেশন জানানো চলবে না।

৫) যতদিন বিয়ের জন্য ঠিক করা হোটেলে অতিথিরা থাকবেন বাইরের জগতের সঙ্গে কোনও যোগাযোগ আকবে না।

৬)‌ ওয়েডিং প্ল্যানার্সদের অনুমোদনের রই বিয়য়ের ছবি প্রকাশ করা হবে।

৭)‌ বিয়ের জায়গায় কোনও রিলস বা ভিডিও বানানো যাবে না।‌

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top