চুরির ঘটনার কিনারা করল আউশগ্রাম থানার পুলিস

চুরির ঘটনার কিনারা করল আউশগ্রাম থানার পুলিস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

চুরির ঘটনার কিনারা করল আউশগ্রাম থানার পুলিস। কল ডাম্পিং পদ্ধতি ব্যবহার করে তালা ভেঙে বাড়ি থেকে কয়েক ভরি সোনার গয়না ও টাকা চুরির ঘটনার কিনারা করল আউশগ্রাম থানার পুলিস। চুরিতে জড়িত থাকার অভিযোগে আশরাফুল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মুির্শদাবাদের বহরমপুর থানার বাজারপাড়ায় ধৃতের বাড়ি। বৃহস্পতিবার রাতে দাির্জলিংয়ের মাটিগাড়া থানার বিশ্বাস কলোনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চুরিতে জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে বলে পুলিসের দাবি। তার সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। চুরির মালপত্র উদ্ধারের জন্য এবং বাকি জড়িতদের হদিশ পেতে ধৃতকে ১০ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের ৪ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।

 

পুলিস জানিয়েছে, আউশগ্রাম থানার জয়রামপুরের বাসিন্দা হাফিজুল রহমানের বাড়িতে গত ২২ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে চুরি হয়। সেই সময় বাড়িতে কেউ ছিল না। তালা ভেঙে ঘর থেকে প্রায় ১৫-১৬ ভরি সোনার গয়না ও ২০ হাজার টাকা নিয়ে পালায় চোরে। ঘটনার দিনই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিস। ঘটনার কিনারায় কল ডাম্পিং পদ্ধতির সাহায্য নেওয়া হয়। ঘটনার সময় এলাকায় মোবাইল ফোন ব্যবহারকারীদের সম্পের্ক তথ্য নিয়ে সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়।

আরও পড়ুন – নতুন রূপে সেজে উঠবে বকখালি. আগামী দিনে বকখালি পর্যটন কেন্দ্র নিয়ে একাধিক পরিকল্পনা

উল্লেখ্য,  কল ডাম্পিং পদ্ধতি ব্যবহার করে তালা ভেঙে বাড়ি থেকে কয়েক ভরি সোনার গয়না ও টাকা চুরির ঘটনার কিনারা করল আউশগ্রাম থানার পুলিস। চুরিতে জড়িত থাকার অভিযোগে আশরাফুল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মুির্শদাবাদের বহরমপুর থানার বাজারপাড়ায় ধৃতের বাড়ি। বৃহস্পতিবার রাতে দাির্জলিংয়ের মাটিগাড়া থানার বিশ্বাস কলোনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চুরিতে জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে বলে পুলিসের দাবি। তার সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। চুরির মালপত্র উদ্ধারের জন্য এবং বাকি জড়িতদের হদিশ পেতে ধৃতকে ১০ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের ৪ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top