চুরির টোটো চা বাগানে ফেলে রেখে পালাল চোরেরা,এলাকায় চাঞ্চল্য

চুরির টোটো চা বাগানে ফেলে রেখে পালাল চোরেরা,এলাকায় চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

চুরির টোটো চা বাগানে ফেলে রেখে পালাল চোরেরা,এলাকায় চাঞ্চল্য। ভোর রাত্রে টোটো চুরি ,সকালে উদ্ধার হল চা বাগানের ভিতর থেকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য। এই চাঞ্চল্যকর চুরির ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হাপতিয়া গছ অঞ্চলের ভৈস পিটা গ্রামে। জানা গেছে ওই গ্রামের টোটো চালক নৌসাদ আলী তার টোটো টি প্রতিদিনের মতো বাড়ির ভিতরে রেখেছিলেন । কিন্তু ভোর প্রায় চারটার দিকে উঠে বাড়ির আঙিনায় তার টোটো টি দেখতে না পেয়ে অবাক হয়ে যান । এরপর বাড়ির লোকজনকে ডাকাডাকি করে বিষয়টি জানিয়ে খোঁজাখুঁজি শুরু হয় ।

 

টোটো চালক নওশাদ আলী জানান , সকালে এক টোটো চালক মারফত তিনি জানতে পারেন বেরং ব্রিজের পূর্ব দিকে একটি টোটো চা বাগানের ভিতরে দেখা গেছে । এখবর পেয়ে নওশাদ কয়েকজন লোকজন নিয়ে গিয়ে দেখেন ওই টোটো ই তার । কিন্তু, টোটো পেলেও টোটোর দুটি ব্যাটারি ও চার্জার নিয়ে যায় চোরেরা । চুরি যাওয়া টোটো উদ্ধারে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন ওই টোটো চালক। চুরির অভিযোগ চোপড়া থানায় লিখিতভাবে জানাবেন বলে টোটো চালক নওশাদ আলি জানান।

আরও পড়ুন – বাংলার দূর্গা পূজোর ইউনেস্কোর স্বীকৃতিকে সন্মান জানিয়ে শোভাযাত্রা শহর জলপাইগুড়িতে

উল্লেখ্য, ভোর রাত্রে টোটো চুরি ,সকালে উদ্ধার হল চা বাগানের ভিতর থেকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য। এই চাঞ্চল্যকর চুরির ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হাপতিয়া গছ অঞ্চলের ভৈস পিটা গ্রামে। জানা গেছে ওই গ্রামের টোটো চালক নৌসাদ আলী তার টোটো টি প্রতিদিনের মতো বাড়ির ভিতরে রেখেছিলেন । কিন্তু ভোর প্রায় চারটার দিকে উঠে বাড়ির আঙিনায় তার টোটো টি দেখতে না পেয়ে অবাক হয়ে যান । এরপর বাড়ির লোকজনকে ডাকাডাকি করে বিষয়টি জানিয়ে খোঁজাখুঁজি শুরু হয় ।

 

টোটো চালক নওশাদ আলী জানান , সকালে এক টোটো চালক মারফত তিনি জানতে পারেন বেরং ব্রিজের পূর্ব দিকে একটি টোটো চা বাগানের ভিতরে দেখা গেছে । এখবর পেয়ে নওশাদ কয়েকজন লোকজন নিয়ে গিয়ে দেখেন ওই টোটো ই তার । কিন্তু, টোটো পেলেও টোটোর দুটি ব্যাটারি ও চার্জার নিয়ে যায় চোরেরা । চুরি যাওয়া টোটো উদ্ধারে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন ওই টোটো চালক। চুরির অভিযোগ চোপড়া থানায় লিখিতভাবে জানাবেন বলে টোটো চালক নওশাদ আলি জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top