
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগণা, ১৩ ই ফেব্রুয়ারি : চালের দোকানে দোকানে চুরি করতে এসে হাতে নাতে ধরা পরল চোর। মারধোর দিতে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। বৃহস্পতির দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার ঠাকুরনগর বাজারে।
প্রতক্ষদর্শীরা জানান, ঠাকুরনগর বাজারে রঞ্জিত সরকারের দোকানে চাল কিনতে আসে ওই ব্যাক্তি। প্রথমে এক বস্তার থেকে পাঁচ কিলো চাল নিয়ে অন্য আর একটি বস্তা থেকে রঞ্জিত বাবুকে চাল দিতে বলে। চাল মাপতে পিছন ঘুরতেই ক্যাশের থেকে একটি কুড়ি হাজারের টাকার বান্ডিল নিয়ে চম্পট দিতে যায় চোর। তখন তাকে তারা করে ধরে বাজারের লোকেরা। মারধোর দিয়ে তাকে তুলে দেওয়া হয় গাইঘাটা থানার পুলিশের হাতে।



















