চুরি করতে গিয়ে দোকানের সাটারের উপরে আটকে মৃত যুবক। চুরি করতে গিয়ে দোকানের সাটারের উপরে আটকে গিয়ে মৃত্যু হল এক যুবকের৷শনিবার ফালাকাটা শহরের মসল্লাপট্টি রোডে একটি মোটরবাইক মেরামতির দোকানে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়৷পুলিস সূত্রে জানা গিয়েছে,মৃত যুবকের নাম শম্ভু গুপ্তা(৩৫)।এদিন সকালে মোটরবাইক মেরামতি ও স্পেয়ার পার্টসের দোকানের সাটার খুলে ভেতরে ঢুকতেই বিষয়টি নজরে আসে দোকান মালিক নাজির হোসেনের।
দেখা যায় দোকানের ছোট সাটারের উপরের অংশে আটকে রয়েছে এক যুবক৷এমন ঘটনা চাউর হতেই মূহুর্তের মধ্যে সেখানে ভীড় জমে যায় উৎসাহী মানুষদের।স্থানীয় যাদব পল্লী এলাকায় দাদু দিদার সঙ্গে থাকতেন ওই যুবক।নাতির অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে তারাও দ্রুত ছুটে আসেন।খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।
মৃতদেহ দেহ ময়না তদন্তে এদিনই আলিপুরদুয়ারে পাঠিয়েছে ফালাকাটা পুলিশ। চুরি করতে গিয়ে কোনভাবে সাটারের উপরে আটকে যুবকের মৃত্যু হতে পারে বলে সন্দেহ পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের।ফালাকাটা থানার আই সি সমিত তালুকদার বলেন,কি ভাবে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়৷ ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে৷
উল্লেখ্য, চুরি করতে গিয়ে দোকানের সাটারের উপরে আটকে গিয়ে মৃত্যু হল এক যুবকের৷শনিবার ফালাকাটা শহরের মসল্লাপট্টি রোডে একটি মোটরবাইক মেরামতির দোকানে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়৷পুলিস সূত্রে জানা গিয়েছে,মৃত যুবকের নাম শম্ভু গুপ্তা(৩৫)।এদিন সকালে মোটরবাইক মেরামতি ও স্পেয়ার পার্টসের দোকানের সাটার খুলে ভেতরে ঢুকতেই বিষয়টি নজরে আসে দোকান মালিক নাজির হোসেনের।
দেখা যায় দোকানের ছোট সাটারের উপরের অংশে আটকে রয়েছে এক যুবক৷এমন ঘটনা চাউর হতেই মূহুর্তের মধ্যে সেখানে ভীড় জমে যায় উৎসাহী মানুষদের। স্থানীয় যাদব পল্লী এলাকায় দাদু দিদার সঙ্গে থাকতেন ওই যুবক।নাতির অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে তারাও দ্রুত ছুটে আসেন। খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ দেহ ময়না তদন্তে এদিনই আলিপুরদুয়ারে পাঠিয়েছে ফালাকাটা পুলিশ।