চুরি ছিনতাইয়ের ঘটনা রুখতে স্বর্ণ ব্যবসায়ীদের সচেতন হওয়ার আবেদন পুলিশের। শহরে মাঝে মধ্যেই চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি শিলিগুড়ির বিধান রোডে এক স্বর্ণ ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় সমস্ত ব্যবসায়ীদের সচেতন করতে সচেষ্ট হন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। নিউ জলপাইগুড়ি থানা অন্তর্গত এলাকার সমস্ত ব্যবসায়ীদের নিয়ে ইতিমধ্যে বৈঠক সারা হয় নিউ জলপাইগুড়ি থানার তরফে। এই বৈঠকে ব্যবসায়ীদের সচেতন হওয়ার আবেদন জানানোর পাশাপাশি দোকানে সিসি টিভি ক্যামেরা লাগানো ও ক্রেতাদের যাচাই করে দেখার পরামর্শ দেওয়া হয়।
শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই ঘটছে কেপমারির ঘটনা। বিভিন্ন ক্ষেত্রেই দোষীদের চিহ্নিত করতে বিপাকে পড়তে হচ্ছে পুলিশ প্রশাসনকে। সেই কারণে দোষীদের সহজে চিহ্নিত করার জন্য বিভিন্ন বাজার-হাট দোকানপাটে ক্যামেরা লাগানোর পরামর্শ দিচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার তরফে সংশ্লিষ্ট থানা এলাকার স্বর্ণ ব্যাবসায়ীদের সঙ্গে একটি আলোচনা সভা করা হয়। এই আলোচনা সভাতে স্বর্ণ ব্যাবসায়ীদের অনুরোধ করা হয় তারা যেন তাদের দোকানকে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখেন। সোনার দোকান গুলোর ভিতরে এবং বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য অনুরোধ করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
আরও পড়ুন – সুস্থ জেল্লাদার ত্বক পেতে সকালে ঘুম থেকে উঠে মেনে চলুন এই ছ’টি নিয়ম
এই আলোচনা শেষে নিউ জলপাইগুড়ি থানা এলাকার বিভিন্ন স্বর্ণব্যাবসায়ীরা বলেন, থানার তরফে অনুরোধ করছেন তাদের কথা চিন্তা করেই তাদের দোকান এবং দোকান পার্শ্ববর্তী এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর। ব্যবসায়ীরা পুলিশের এই কথা শুনে বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে। তারা বলেছেন, ক্যামেরা লাগানো থাকলে যেকোনো রকম ঘটনায় দ্রুত পুলিশ ব্যবস্থা নিতে পারবে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করতে সুবিধা হবে।
উল্লেখ্য, চুরি ছিনতাইয়ের ঘটনা রুখতে স্বর্ণ ব্যবসায়ীদের সচেতন হওয়ার আবেদন পুলিশের। শহরে মাঝে মধ্যেই চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি শিলিগুড়ির বিধান রোডে এক স্বর্ণ ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় সমস্ত ব্যবসায়ীদের সচেতন করতে সচেষ্ট হন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। নিউ জলপাইগুড়ি থানা অন্তর্গত এলাকার সমস্ত ব্যবসায়ীদের নিয়ে ইতিমধ্যে বৈঠক সারা হয় নিউ জলপাইগুড়ি থানার তরফে। এই বৈঠকে ব্যবসায়ীদের সচেতন হওয়ার আবেদন জানানোর পাশাপাশি দোকানে সিসি টিভি ক্যামেরা লাগানো ও ক্রেতাদের যাচাই করে দেখার পরামর্শ দেওয়া হয়।