নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৮ জুনঃ-▪ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক চুরির অভিযোগে গ্রেপ্তার ১ কিশোর। অভিযুক্ত কিশোরের নাম রোহিত ভগৎ। সে শিলিগুড়ির বাড়িভাশার বাঁশবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা। রোহিতকে বৃহস্পতিবার জলপাইগুড়ির জুভিনাইল কোর্টে পাঠানো হয়। এই চক্রের পেছনে বড় কোন মাথা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ি ফুলবাড়ির ব্যাটিলিয়ান মোড় সংলগ্ন এলাকা থেকে ট্রাক সহ অভিযুক্ত রোহিতকে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ১৬ ই জুন NJP পার্কিং থেকে ট্রাকটি চুরি হয়। এরপর অর্থাৎ ১৭ জুন NJP থানায় অভিযোগ দায়ের করেন ট্রাক মালিক। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ট্রাক সহ ও ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, মাত্র ১১ বছর বয়স থেকেই বিভিন্ন ছোটখাটো চুরি করে আসছিল রোহিত। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।