নিজস্ব সংবাদদাতা ৩ নভেম্বর ২০২০ পশ্চিম বর্ধমান: সম্প্রীতি জানা যায় গত ৭-৮মাস আগে রেলের বেশ কিছু জিনিস পত্র চুরির ঘটনা ঘটেছিল। সূত্র মারফত খবর পেয়ে সোমবার রাত ১০ টা নাগাদ রেল ও কুলটি পুলিশ যৌথ ভাবে চবকা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে রেলের দরজা জানালা ও বেশ কিছু জিনিসপত্র।

এই ঘটনায় আটক করা হয় শেখ রাজু নামে এক ব্যক্তিকে। ধৃত শেখ রাজু জানান যে লকডাউন এর আগে সীতারামপুর এলাকার বাবু ঠিকাদারের কাছ থেকে ১৩ হাজার টাকার বিনিময়ে রেলের জিনিসপত্র কিনেছিলাম। যদিও বিষয়টি সত্যি কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ এই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করছে ওই ব্যাক্তিকে।



















