চূড়ান্ত নাটকীয়তার পর অবশেষে গ্রেপ্তার চিদম্বরম

চূড়ান্ত নাটকীয়তার পর অবশেষে গ্রেপ্তার চিদম্বরম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দিল্লি : চূড়ান্ত নাটকীয়তার পর অবশেষে গ্রেপ্তার চিদম্বরম৷বিভিন্নভাবে গ্রেফতারি এড়ানোর চেষ্টা করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী। কিন্তু শেষ রক্ষা হল না। কংগ্রেসের সদর দপ্তর থেকে সোজা চলে যান জোড়বাগের বাড়িতে৷ এরপরই পাঁচিল টপকে তাঁর বাড়িতে ঢুকে পড়ে সিবিআই৷ তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে সিবিআই সদর দফতরে। ৷

মঙ্গলবার সন্ধে থেকেই কার্যত উধাও গিয়েছিলেন চিদম্বরম।প্রায় ২৭ ঘণ্টা পর বুধবার সন্ধেয় কংগ্রেসের সদর দফতরে হাজির হয়ে সাংবাদিক বৈঠক করেন পি চিদম্বরম। নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তখনই কংগ্রেসের সদর দফতরের উদ্দেশে রওনা দেয় সিবিআই-ইডি। কিন্তু তদন্তকারীরা পৌঁছনোর আগেই দলের দফতর ছাড়েন প্রাক্তন অর্থমন্ত্রী। জোড়বাগে নিজের বাড়িতে চলে যান। তাঁকে পিছু ধাওয়া করেন সিবিআই কর্তারা। দরজা বন্ধ থাকায় বাড়ির পাঁচিল টপকে বাড়িতে ঢুকে পড়েন তাঁরা।

এরপরই চূড়ান্ত নাটকীয়তার অবসান৷ সিবিআই আধিকারিকরা হাতেনাতে গ্রেপ্তার করেন পি চিদম্বরমকে৷ বৃহস্পতিবার সিবিআই আদালতে তোলা হবে তাঁকে৷ রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই পি চিদম্বরকে গ্রেপ্তার করা হয়েছে বলেই দাবি তাঁর ছেলের৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top