বীরভূম – চেন্নাইয়ের মাটিতে জীবিকার সন্ধানে গিয়ে প্রাণ হারালেন বীরভূমের নানুর বিধানসভার বাহিরী গ্রামের পরিযায়ী শ্রমিক অসীম দাস (৩২)। রাজমিস্ত্রির কাজের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও রবিবার ভোরে মৃত্যু হয় তাঁর।
অসীমের মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে বাহিরীতে। পরিবারের আর্থিক অবস্থাও অত্যন্ত দুর্বল, মৃতদেহ আনার সামর্থ্য ছিল না তাঁদের। ঠিক সেই সময় মানবিক মুখে এগিয়ে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তাঁর উদ্যোগেই চেন্নাই থেকে বাহিরী গ্রামে মৃতদেহ আনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে যখন অসীমের নিথর দেহ গ্রামে পৌঁছায়, তখন কান্নায় ভেঙে পড়ে পরিবার ও স্থানীয়রা। মুহূর্তেই শোকের আবহে ছেয়ে যায় গোটা গ্রাম।
জীবিকার খোঁজে দূর রাজ্যে গিয়ে অকালে প্রাণ হারানো অসীমের মৃত্যু যেন গ্রামীণ জীবনের নির্মম বাস্তবতার এক করুণ প্রতিফলন। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সভাধিপতি কাজল শেখ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব।




















