প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই, স্তব্ধ জনজীবন

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই, স্তব্ধ জনজীবন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
চেন্নাই

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই, স্তব্ধ জনজীবন । বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে গভীর নিম্নচাপ। তার জেরে গত পাঁচ দিন ধরে প্রবল বৃষ্টি তামিলনাড়ুতে। বিপর্যস্ত রাজধানী চেন্নাই। সোমবার থেকে বন্ধ স্কুল। আবহাওয়া দপ্তর বৃষ্টি নিয়ে সতর্ক করেছে। জানিয়েছে, আরও বৃষ্টি হবে। এলোপাতাড়ি ঝোড়ো হাওয়া বইবে। আর সে কারণেই সন্ধে ৬টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দরে নামবে না বিমান।

 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, চেন্নাই সহ সাত জেলায় ভারী বৃষ্টি হবে। ৪৫ কিলোমিটার বেগে ঝড় বইবে। পুদুচেরি নিয়েও সাবধান করেছে তারা। তার পরেই বিমানবন্দর কর্তৃপক্ষ জানাল, সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে অবতরণ। ‘‌যাত্রীদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত’‌।

 

বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে যে নিম্নচাপ রয়েছে, তা ক্রমেই তামিলনাড়ুর উত্তর উপূকূলের দিকে এগোচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে, বৃহস্পতিবার সন্ধের মধ্যে এই নিম্নচাপ উত্তর–পশ্চিমে দিকে সরে যাবে। গত রাত থেকে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, চেঙ্গালপাট্টু, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, ভিল্লুপুরমে প্রবল বৃষ্টি হয়েছে। এই ক’‌দিনে রাজ্যে বৃষ্টিতে মারা গিয়েছেন ১৪ জন।

 

চেন্নাইতে বিপর্যস্ত জনজীবন। গত পাঁচ দিন ধরে রাজধানী সহ বিভিন্ন জেলা, শহরে জল জমে রয়েছে। মুখ্যমন্ত্রী স্টালিনের বিধানসভা কেন্দ্র কোলাথুরের বিভিন্ন অংশও জলমগ্ন। বাসিন্দারা তুমুল ক্ষোভ প্রকাশ করেছেন। আঙুল তুলেছেন প্রশাসনের দিকে। বলেছেন, ‘‌করদাতাদের এই হেনস্থা মানা যায় না’‌। চেন্নাইয়ের কে কে নগর হাসপাতালেও হু হু করে ঢুকে গিয়েছে বন্যার জল। মেট্রো স্টেশনের বাইরে জল।

 

আর ও পড়ুন    মাদকের টাকা না পেয়ে মাকে খুন , গ্রেফতার ছেলে

 

রাজ্য সরকার জানিয়েছে, প্রয়োজন ছাড়া বাসিন্দারা যেন বাইরে না বের হন। চেন্নাই, সালেম, ভেলোর সহ নয় জেলায় সতর্কতা জারি রয়েছে। শুধু তামিলনাড়ুতেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১১টি দল এবং পুদুচেরিতে দু’‌টি দল মোতায়েন করা হয়েছে।

 

উল্লেখ্য, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই, স্তব্ধ জনজীবন । বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে গভীর নিম্নচাপ। তার জেরে গত পাঁচ দিন ধরে প্রবল বৃষ্টি তামিলনাড়ুতে। বিপর্যস্ত রাজধানী চেন্নাই। সোমবার থেকে বন্ধ স্কুল। আবহাওয়া দপ্তর বৃষ্টি নিয়ে সতর্ক করেছে। জানিয়েছে, আরও বৃষ্টি হবে। এলোপাতাড়ি ঝোড়ো হাওয়া বইবে। আর সে কারণেই সন্ধে ৬টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দরে নামবে না বিমান। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চেন্নাই সহ সাত জেলায় ভারী বৃষ্টি হবে। ৪৫ কিলোমিটার বেগে ঝড় বইবে। পুদুচেরি নিয়েও সাবধান করেছে তারা। তার পরেই বিমানবন্দর কর্তৃপক্ষ জানাল, সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে অবতরণ। ‘‌যাত্রীদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত’‌।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top