মহারাষ্ট্র- সুটকেস থেকে বেরোচ্ছিল দুর্গন্ধ। এই গন্ধের জেরে টিকতেই পারছিলেন না আশেপাশের বাসিন্দারা। কেন সুটকেসে এত দুর্গন্ধ, তা বুঝতে পারছিলেন না কেউ। কিন্তু সন্দেহ হয়েছিল। দ্রুত পুলিশে খবর দেন তাঁরা। সুটকেসের চেন খুলতেই বীভৎস দৃশ্য দেখে শিউরে উঠল পুলিশসহ গ্রামবাসীরা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড়ে। পুলিশ জানিয়েছে, দুরসেত গ্রামের পাশে মুম্বই-গোয়া হাইওয়ের অদূরেই রাস্তার উপর পড়েছিল সুটকেসটি। গ্রামের বাসিন্দারা দুর্গন্ধ পেয়েই খুঁজতে শুরু করেন, এর উৎস কোথায়। খুঁজতে খুঁজতে পৌঁছে যান সুটকেসের কাছে। হাইওয়ের পাশে সুটকেসটি কেন পড়ে রয়েছে, তা বুঝতে পারছিলেন না তাঁরা। সেই সুটকেস থেকে দুর্গন্ধ বের হতেই পুলিশকে খবর দেন।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুটকেসটি খুলতেই দেখেন, এক অজ্ঞাত পরিচয়ের মহিলার পচাগলা দেহ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দেহটি পুরোপুরি পচে গিয়েছিল। তাই ময়নাতদন্তের পর মৃতের বয়স ও কীভাবে খুন করা হয়েছিল, তা সুস্পষ্টভাবে বোঝা কঠিন। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত তরুণীর বয়স ২৫ বছরের আশেপাশে হবে। চার থেকে পাঁচ দিন আগে তাঁকে খুন করা হয়েছিল। পরনে ছিল নাইট স্যুট। নিখোঁজ ডায়েরি খুঁজে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
