ইউক্রেনে চেরনোবিল গবেষণাগার ধ্বংস করল রুশ সেনা। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি নতুন পরীক্ষাগার ধ্বংস করল রাশিয়া। এই গবেষণাগারে বর্জ্য পদার্থ পুনরায় ব্যবহারের জন্য গবেষণা চলত বলে জানা গিয়েছে।
ইউরোপীয় কমিশনের সহায়তায় ছয় মিলিয়ন ইউরো ব্যয় করে এই পরীক্ষাগারটি ২০১৫ সালে খোলা হয়েছিল।ইউক্রেনের তরফে জানানো হয়েছে, গবেষণাগারে অত্যন্ত সক্রিয় নমুনা এবং রেডিওনুক্লাইডের নমুনা রয়েছে, যা বর্তমানে শত্রপক্ষের হাতে রয়েছে। রেডিওনিউক্লিডস অস্থিতিশীল পরমাণু৷
এদিকে ইউক্রেনের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা সোমবার জানিয়েছে, প্ল্যান্টের চারপাশে রেডিয়েশন মনিটরগুলি কাজ করা বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, এই ধরনের পরমাণু থেকে তেজস্ক্রিয়তা ছড়ায়। ফের ইউক্রেনের বাতাস দুষিত হবে? আশঙ্কা বাড়ছে।
আর ও পড়ুন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে
এর আগে সোভিয়েন ইউনিয়নের শাসনকালে ১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিলের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি রিঅ্যাক্টরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে৷ যার ফলে বাতাসে তেজস্ক্রিয়তার পরিমাণ বেড়ে যায়৷ তড়িঘড়ি এলাকা থেকে সমস্ত মানুষকে বের করে আনা হয়।
উল্লেখ্য, ইউক্রেনে চেরনোবিল গবেষণাগার ধ্বংস করল রুশ সেনা। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি নতুন পরীক্ষাগার ধ্বংস করল রাশিয়া। এই গবেষণাগারে বর্জ্য পদার্থ পুনরায় ব্যবহারের জন্য গবেষণা চলত বলে জানা গিয়েছে।
ইউরোপীয় কমিশনের সহায়তায় ছয় মিলিয়ন ইউরো ব্যয় করে এই পরীক্ষাগারটি ২০১৫ সালে খোলা হয়েছিল।ইউক্রেনের তরফে জানানো হয়েছে, গবেষণাগারে অত্যন্ত সক্রিয় নমুনা এবং রেডিওনুক্লাইডের নমুনা রয়েছে, যা বর্তমানে শত্রপক্ষের হাতে রয়েছে। রেডিওনিউক্লিডস অস্থিতিশীল পরমাণু৷
এদিকে ইউক্রেনের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা সোমবার জানিয়েছে, প্ল্যান্টের চারপাশে রেডিয়েশন মনিটরগুলি কাজ করা বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, এই ধরনের পরমাণু থেকে তেজস্ক্রিয়তা ছড়ায়। ফের ইউক্রেনের বাতাস দুষিত হবে? আশঙ্কা বাড়ছে।