চোর বললে গায়ে লাগে, মনে হয় ঘুসি মারি’, বিস্ফোরক শোভনদেব। একাধিক মামলায় বিপাকে শাসকদলের একাধিক নেতা–মন্ত্রী। আবার দলের ভাবমূর্তি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেলছেন কেউ কেউ। সেই তালিকায় নতুন সংযোজন শোভনদেব চট্টোপাধ্যায় । সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খড়দহের বিলকান্দা অঞ্চলের এক কর্মিসভায় শোভনদেব বললেন, ‘মমতা ব্যানার্জির গায়ে কোনও কালি নেই। কেউ যদি চোর চোর বলে আমার গায়ে লাগে।
আর তখন মুখটা দেখি আর একটা ঘুসি মারি। মমতা ব্যানার্জির গায়ে কোনো কালি নেই।’ তৃণমূলের প্রথম বিধায়ক ও এক কালের বক্সার শোভনদেবের ওই বক্তব্যের পর ফের বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী শোভনদেবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছেন, ‘শোভনদেব বক্সার আমি জানি। গিয়ে একটা মোদীর মুখে ঘুসি মারুক, দেখব কতবড় বক্সার।’ এরপর শোভনদেবের উদ্দেশে বলেন, ‘দিদি কখনও আপনাকে তাড়ায়, কখনও রাখে। আপনার মান সম্মান নেই। দেখুন দিদির দালালি করে যদি কোনও উচ্চ পদ পাওয়া যায়।
আমি নিজে বলছি আপনার দিদি চোরদের সর্দারনি। আসুন ঘুসি মারুন। আপনি ঘুসি মারছেন, আর দিদি ঘুষ খাচ্ছেন। কোথায় যাবেন।’
আরও পড়ুন – গণেশ চতুর্থীর দিন ভুলেও করবেন না এই কাজ, জীবনে নেমে আসবে চরম দুর্দশা
উল্লেখ্য, একাধিক মামলায় বিপাকে শাসকদলের একাধিক নেতা–মন্ত্রী। আবার দলের ভাবমূর্তি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেলছেন কেউ কেউ। সেই তালিকায় নতুন সংযোজন শোভনদেব চট্টোপাধ্যায় । সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খড়দহের বিলকান্দা অঞ্চলের এক কর্মিসভায় শোভনদেব বললেন, ‘মমতা ব্যানার্জির গায়ে কোনও কালি নেই। কেউ যদি চোর চোর বলে আমার গায়ে লাগে।
আর তখন মুখটা দেখি আর একটা ঘুসি মারি। মমতা ব্যানার্জির গায়ে কোনো কালি নেই।’ তৃণমূলের প্রথম বিধায়ক ও এক কালের বক্সার শোভনদেবের ওই বক্তব্যের পর ফের বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী শোভনদেবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছেন, ‘শোভনদেব বক্সার আমি জানি। গিয়ে একটা মোদীর মুখে ঘুসি মারুক, দেখব কতবড় বক্সার।’ এরপর শোভনদেবের উদ্দেশে বলেন, ‘দিদি কখনও আপনাকে তাড়ায়, কখনও রাখে। আপনার মান সম্মান নেই। দেখুন দিদির দালালি করে যদি কোনও উচ্চ পদ পাওয়া যায়।