করোনা সংক্রমণ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার পর থেকেই চলছে নানান নানারকমের গবেষণা। ভ্যাকসিন নিয়েও চলছে নানা পরীক্ষানিরীক্ষা। নিত্য গবেষণায় উঠে আসছে নতুন নতুন তথ্য। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, করোনা রোগীর চোখের জল থেকেও দ্রুত ছড়াতে পারে সংক্রমণ।
এই বিষয়ে গবেষণা চালানো হয় অমৃতসরের সরকারি মেডিক্যাল কলেজে। তাতে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাথমিক উৎস হল শ্বাসপ্রশ্বাসের ড্রপলেট। কিন্তু অন্যান্য দিক থেকেও ঝুঁকি রয়েছে এই সংক্রমণের। এই বিষয়ে বিশদ জানতে পরীক্ষা চালানো হয় ১২০ জন রোগীর উপর। সেই গবেষণায় উঠে এসেছে, করোনা রোগীর চোখের জল থেকে ছড়িয়ে যেতে পারে সংক্রমণ।
এই সংক্রান্ত একটি রিপোর্টও প্রকাশিত করা হয়। রিপোর্টে বলা হয়েছে, আপনার চোখে হয়ত কোনও সমস্যাই হল না, কিন্তু আপনি জানলেনও না যে চোখের দ্বারাই আপনার শরীরে করোনা ভাইরাস ঢুকে পড়েছে। তাই কোনও রকমের ঝুঁকিই এড়িয়ে চলতে নারাজ গবেষকেরা।