চোখের জলে শহিদ তরুন জোয়ান প্রীতম দত্তকে বিদায় জানালেন, বালিয়া বাসী

চোখের জলে শহিদ তরুন জোয়ান প্রীতম দত্তকে বিদায় জানালেন, বালিয়া বাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

চোখের জলে শহিদ তরুন জোয়ান প্রীতম দত্তকে বিদায় জানালেন, বালিয়া বাসী। গত বুধবার রাতে মণিপুরে হটাৎ ধস নেমে চার দিন নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধার হয়েছিল প্রীতমের। সোমবার গভীর রাতে তার কফিনবোনদি দেহ এসে পৌঁছায় খড়গ্ৰামের বালিয়া গ্রামে। মঙ্গলবার সকালে তারঁ দেহ সেনাবাহিনীর আধিকারিকরা প্রথমে তার বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙ্গে পড়েন প্রীতমের মা,সহ পুরো গ্ৰাম বাসী পরে সেনাবাহিনীর আধিকারিকেরা ও কান্দি প্রশাসনের যৌথ উদ্যোগে গ্রামের একটি মাঠে ।

 

সেনাবাহিনীর জওয়ানরা গান স্যালুট দিয়ে শহিদ প্রীতম দত্তকে শেষ সম্মান ও শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে প্রিতমের দেহ মিছিল করে সৎকার করার জন্য শ্মশানে নিয়ে যায় হাজার হাজার মানুষ। ২৯ শে জুলাই মনিপুরে ডিউটি অবস্থায় মায়ের সাথে ফোনে শেষবারের মতন কথা বলে ধসের কবলে পড়ে টি আর্মির ১০৭ নাম্বার ব্যাটেলিয়ানের। প্রীতম দত্ত। পরে চারদিন ধরে চলে তাকে উদ্ধারের কার্যক্রম এবং গত রবিবার প্রিতমের বাড়িতে খবর আসে প্রীতমের মৃত্যু হয়েছে ধসের কবলে তারপরেই সকল স্তব্ধ হয়ে পড়ে প্রীতমের পরিবার থেকে পুরো এলাকা ।

 

পরিজন রা জানাচ্ছেন নিজের সুদক্ষতায় একমাত্র চার বছর আগেই টি আর্মি চাকরিতে যোগ দিয়েছিলেন প্রীতম দত্ত অত্যন্ত দক্ষ ও দৌড়ে অত্যন্ত আকর্ষণীয় যুবক ছিল প্রীতম একসময় হরিণের সঙ্গে দৌড়েও জয়ী হয়েছিলেন খড়গ্রাম থানার বালিয়া গ্রামের তরুণ সেনা জোয়ান শহীদ প্রীতম দত্ত।

আরও পড়ুন – এই দুর্গে রাত কাটালেই মৃত্যু নিশ্চিত, জানেন কোথায় আছে এই দুর্গ, কি তার রহস্য

উল্লেখ্য, চোখের জলে শহিদ তরুন জোয়ান প্রীতম দত্তকে বিদায় জানালেন, বালিয়া বাসী। গত বুধবার রাতে মণিপুরে হটাৎ ধস নেমে চার দিন নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধার হয়েছিল প্রীতমের। সোমবার গভীর রাতে তার কফিনবোনদি দেহ এসে পৌঁছায় খড়গ্ৰামের বালিয়া গ্রামে। মঙ্গলবার সকালে তারঁ দেহ সেনাবাহিনীর আধিকারিকরা প্রথমে তার বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙ্গে পড়েন প্রীতমের মা,সহ পুরো গ্ৰাম বাসী পরে সেনাবাহিনীর আধিকারিকেরা ও কান্দি প্রশাসনের যৌথ উদ্যোগে গ্রামের একটি মাঠে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top