একসময় বাম, বর্তমানে অভিনেত্রী সায়নী পুরোপুরি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন। মুখ্যমন্ত্রীর হাত ধরেই রাজনীতির ময়দানে পা রাখেন তিনি। আসানসোলের টিকিট দিয়েছিলেন দিদি ভরসা করে। ভোটে জিততে না পারলেও ভরসা ভাঙেননি অভিনেত্রী। তাঁর প্রচারের ধরণ, লড়াকু মনোভাব নজর কেড়েছিল। তাই বরাবরই খবরের শিরনামে ছিলেন তিনি।
তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার প্রথম জঙ্গলমহলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। আদিবাসীদের সঙ্গে সাবেকি পোশাক পরে, নাচের তালে পা মেলাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি আদিবাসীদের সঙ্গে ধামসাও বাজাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
সম্প্রতি ওই আদিবাসী মেয়েদের সঙ্গে মিশে গিয়ে, মাদলের তালে তালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুমুর নাচের একটি ভিডিও পোস্ট করেন সায়নী ঘোষ। টুইটে ওই ভিডিও পোস্ট করে সায়নী লেখেন, এক ইস্পাত-কঠিন নারী যাঁর মন স্বর্ণের মত উজ্জ্বল, যার চোখ থাকে দিগন্তে কিন্তু পা সবসময় মাটিতে। সায়নীর এই টুইটে আবারও স্পষ্ট হয়ে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা আজও তাঁকে মুগ্ধ করে।