চোটে দলীপ ট্রফি থেকে ছিটকে গেলেন সরফরাজ খান, ধাক্কা জাতীয় দলে প্রত্যাবর্তনে

চোটে দলীপ ট্রফি থেকে ছিটকে গেলেন সরফরাজ খান, ধাক্কা জাতীয় দলে প্রত্যাবর্তনে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – জাতীয় দলে ফেরার স্বপ্নে বড় ধাক্কা খেলেন সরফরাজ খান। বুচি বাবু টুর্নামেন্টে টানা দুই সেঞ্চুরি হাঁকিয়ে দুর্দান্ত ফর্মে থাকলেও কোয়াড্রিসেপস পেশিতে চোটের কারণে দলীপ ট্রফির সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হল তাঁকে। শুধু সরফরাজ নন, একই কারণে খেলতে পারবেন না ধ্রুব জুরেলও। জানা গিয়েছে, পশ্চিমাঞ্চলের হয়ে সেমিফাইনালে নামার কথা ছিল সরফরাজের, আর মধ্যাঞ্চলের হয়ে খেলতেন জুরেল। কিন্তু চোটের জন্য দু’জনকেই এই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে বাইরে থাকতে হচ্ছে।

পাঁচ দিন আগে বুচি বাবু টুর্নামেন্টে হরিয়ানার বিরুদ্ধে সেঞ্চুরি করার সময় পেশিতে টান পান সরফরাজ। সেই ইনজুরি নিয়ে দীর্ঘ সময় ব্যাট করলেও শেষ পর্যন্ত তা দলীপ ট্রফিতে খেলার স্বপ্নে বাধা হয়ে দাঁড়াল। চিকিৎসকরা তাঁকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বর্তমানে তিনি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবের মধ্যে রয়েছেন। অন্যদিকে, ধ্রুব জুরেলের কুঁচকির চোটও এখনও পুরোপুরি সারেনি। ফলে তাকেও দলীপ ট্রফির সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছে।

সরফরাজের জায়গায় দলে নেওয়া হতে পারে বরোদার ব্যাটার শিবালিক শর্মাকে, যিনি ১৮ ম্যাচে করেছেন ১,০৮৭ রান, গড় ৪৩.৪৮। সেন্ট্রাল জোনে জুরেলের বিকল্প হিসেবে নেওয়া হয়েছে অভিজ্ঞ উইকেটরক্ষক উপেন্দ্র যাদবকে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সংগ্রহ ২,৪৮৪ রান, গড় ৪১.৪০, যার মধ্যে রয়েছে ৭টি সেঞ্চুরি ও ১২টি হাফসেঞ্চুরি।

ইংল্যান্ড সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়ার পর সরফরাজ কঠোর ফিটনেস ট্রেনিংয়ে মনোনিবেশ করেন এবং ওজনও ঝরিয়ে ফেলেন। বুচি বাবু টুর্নামেন্টে তিনি ফিরে পান চেনা ছন্দ — হরিয়ানার বিরুদ্ধে ১১১ বলে ১১১ রানের ইনিংস ও টিএনসিএ’র বিরুদ্ধে ১১৪ বলে ১৩৮ রানের ঝড়ো ব্যাটিং তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তনের আশা জাগিয়ে তোলে। ২ অক্টোবর শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দলীপ ট্রফির সেমিফাইনাল তাঁর জন্য নির্বাচকদের নজরে আসার বড় সুযোগ ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চোটের কারণে সেই সুযোগ হাতছাড়া করলেন সরফরাজ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top