খেলা – সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে ভয়ানক চোট পান শ্রেয়স আইয়ার। সঙ্গে সঙ্গে তাঁকে সিডনির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সোমবার সকালে আইসিইউতে ভর্তি করা হয়। যদিও বড়সড় উদ্বেগ কাটিয়ে এখন অনেকটাই সুস্থ তিনি। ইতিমধ্যেই শ্রেয়সকে আইসিইউ থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে।
একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শ্রেয়সের প্লীহায় (spleen) ক্ষত মেরামতের জন্য অস্ত্রোপচার করা হয়েছে। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তাঁর বক্তব্য, “শ্রেয়স এখন অনেকটা ভালো আছে। চিকিৎসকরা যা ভেবেছিলেন, তার থেকেও দ্রুত সেরে উঠছে ও। ভারতীয় দলের চিকিৎসক রিজওয়ান খান সিডনিতেই আছেন এবং তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সাধারণত এই ধরনের চোট সারতে ছ’ থেকে আট সপ্তাহ সময় লাগে, কিন্তু শ্রেয়সের উন্নতির গতি আশাব্যঞ্জক।”
সাইকিয়া আরও জানান, “চিকিৎসকরা বিশেষ এক চিকিৎসা-পদ্ধতি ব্যবহার করে শ্রেয়সের ক্ষত সারিয়েছেন, যা অস্ত্রোপচার নয়। মঙ্গলবার ওর সঙ্গে কথাও হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক কাজকর্ম শুরু করছে শ্রেয়স। চোটটা গুরুতর ছিল, কিন্তু এখন বিপদ কেটে গেছে।”
এর আগে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, শ্রেয়সের বাঁ-দিকের পাঁজরের নিচে গুরুতর আঘাত লাগে এবং স্ক্যানে দেখা যায় প্লীহায় ক্ষত তৈরি হয়েছে, যার ফলে রক্তক্ষরণ শুরু হয়। ড্রেসিংরুমেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাঁকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়। ২৮ অক্টোবর নতুন করে স্ক্যান করার পর দেখা যায়, ক্ষতস্থানে দ্রুত আরোগ্যের লক্ষণ দেখা দিচ্ছে। সিডনি ও ভারতীয় চিকিৎসকদের তৎপরতার ফলেই বর্তমানে বিপন্মুক্ত ভারতীয় ব্যাটার শ্রেয়স আইয়ার।



















