চোদ্দো বছর আগে অটলবিহারি বাজপেয়ী যে ভাবে তাঁদের মন জিতে নিয়েছিলেন, তা এখন মনে পড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ২০০৪-এ ঐতিহাসিক পাকিস্তান সফরে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেটারদের একটি ব্যাট উপহার দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী তাতে লিখে দিয়েছিলেন, শুধু খেলাই না, হৃদয়ও জিতে এসো । সেই ব্যাট উপহার দেওয়ার ছবি বৃহস্পতিবার টুইট করেন সৌরভ। লেখেন, ভারত সবচেয়ে উজ্জ্বল রত্ন হারাল। এক অসাধারণ ব্যক্তিত্ব। তাঁর আত্মার শান্তি কামনা করি।