চোপড়াতে কংগ্রেসের যোগদান কর্মসূচী। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে চোপড়ার কংগ্রেসের ভিত মজবুত করতে যোগদান সভা হল কংগ্রেসের।উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাস মুন্সী,মোহিত সেনগুপ্ত ও চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলি ইমরান রমজ ওরফে ভিক্টর সহ কংগ্রেসের এক ঝাঁক নেতা। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লালবাজারে এদিনের যোগদান সভায় চোপড়ার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক রায় কে বরণ করে মঞ্চে তোলেন এবং তার হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে পুনরায় তাকে কংগ্রেসে যোগদান করান।
আরও পড়ুন – ক্রীসমাসের আগে কেক তৈরির তৎপরতা
তার হাতে পতাকা তুলে দেন কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত ও আলি ইমরান রমজ। অশোক রায় ছাড়াও চোপড়ার বিভিন্ন অঞ্চল থেকে বেশ কিছু মহিলা ও পুরুষ কংগ্রেসে যোগদান করেন।চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি ডাঃ মসিরুদ্দিন এর নেতৃত্বে এদিনের সভায় বক্তব্য রাখেন কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাস মুন্সী,মোহিত সেনগুপ্ত আলি ইমরান রমজ ( ভিক্টর ) সহ কংগ্রেসের ব্লক ও জেলা নেতাগণ ।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে চোপড়ার কংগ্রেসের ভিত মজবুত করতে যোগদান সভা হল কংগ্রেসের।উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাস মুন্সী,মোহিত সেনগুপ্ত ও চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলি ইমরান রমজ ওরফে ভিক্টর সহ কংগ্রেসের এক ঝাঁক নেতা। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লালবাজারে এদিনের যোগদান সভায় চোপড়ার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক রায় কে বরণ করে মঞ্চে তোলেন এবং তার হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে পুনরায় তাকে কংগ্রেসে যোগদান করান।
তার হাতে পতাকা তুলে দেন কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত ও আলি ইমরান রমজ। অশোক রায় ছাড়াও চোপড়ার বিভিন্ন অঞ্চল থেকে বেশ কিছু মহিলা ও পুরুষ কংগ্রেসে যোগদান করেন।চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি ডাঃ মসিরুদ্দিন এর নেতৃত্বে এদিনের সভায় বক্তব্য রাখেন কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাস মুন্সী,মোহিত সেনগুপ্ত আলি ইমরান রমজ ( ভিক্টর ) সহ কংগ্রেসের ব্লক ও জেলা নেতাগণ ।