চোপড়াতে বীর বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন। অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে এবং এলাকার বিশিষ্ঠ সমাজসেবী প্রীতি রঞ্জন ঘোষ এর সহযোগীতায় বির বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করা হলো দেবীঝোড়া এলাকার বটতলা মোড়ে। রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই মূর্তির উন্মোচন করা হয়। এদিন প্রথমে একটি শোভাযাত্রা বের করা হয় এরপর জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত এবং অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পতাকা উত্তোলন করা হয়।
এরপর বির বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন করেন এলাকার বিশিষ্ঠ সমাজসেবী প্রীতি রঞ্জন ঘোষ এবং দেবিঝরা মিশনের ফাদার এছাড়াও সঙ্গে ছিলেন এলাকার জেলা পরিষদ সদস্য গোপাল ভৌমিক প্রমূখ। এরপর চলে আদিবাসী নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চোপড়া পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাদখ্যা আসমত আরা বেগম,আদিবাসী বিকাশ পরিষদের জেলা সভাপতি ভিক্টর বাড়লা,ব্লক সভাপতি দিনেশ লাকরা, নিমাই ওরাও,এলাকার সমাজসেবী একরামুল হক প্রমুখ। আদিবাসী বিকাশ পরিষদের পক্ষে ভিক্টর বারলা, দিনেশ লাকরা ও নিমাই ওরাও জানানা, আখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে এবং এলাকার বিশিষ্ঠ সমাজসেবী প্রীতি রঞ্জন ঘোষ এর সহযোগীতায় বির বিরসা মুন্ডার একটি মূর্তি উন্মোচন করা হলো।
আরও পড়ুন – পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা
উল্লেখ্য, অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে এবং এলাকার বিশিষ্ঠ সমাজসেবী প্রীতি রঞ্জন ঘোষ এর সহযোগীতায় বির বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করা হলো দেবীঝোড়া এলাকার বটতলা মোড়ে। রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই মূর্তির উন্মোচন করা হয়। এদিন প্রথমে একটি শোভাযাত্রা বের করা হয় এরপর জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত এবং অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পতাকা উত্তোলন করা হয়। এরপর বির বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন করেন এলাকার বিশিষ্ঠ সমাজসেবী প্রীতি রঞ্জন ঘোষ এবং দেবিঝরা মিশনের ফাদার এছাড়াও সঙ্গে ছিলেন এলাকার জেলা পরিষদ সদস্য গোপাল ভৌমিক প্রমূখ। এরপর চলে আদিবাসী নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চোপড়া পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাদখ্যা আসমত আরা বেগম,আদিবাসী বিকাশ পরিষদের জেলা সভাপতি ভিক্টর বাড়লা,ব্লক সভাপতি দিনেশ লাকরা, নিমাই ওরাও,এলাকার সমাজসেবী একরামুল হক প্রমুখ। আদিবাসী বিকাশ পরিষদের পক্ষে ভিক্টর বারলা, দিনেশ লাকরা ও নিমাই ওরাও জানানা, আখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে এবং এলাকার বিশিষ্ঠ সমাজসেবী প্রীতি রঞ্জন ঘোষ এর সহযোগীতায় বির বিরসা মুন্ডার একটি মূর্তি উন্মোচন করা হলো।