চোপড়ায় ছট ঘাট পরিদর্শন প্রশাসনের। একদিন পর ছট পূজা । তাই অন্যান্য জায়গার মতো উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের বিভিন্ন ছট ঘাট পরিদর্শন করলেন চোপড়া ব্লক প্রশাসন । শুক্রবার ব্লকের চোপড়ার ডাউক নদী ঘাট সোনাপুরের মহানন্দা নদীর ঘাট এবং মাঝিয়ালি অঞ্চলের বেরং নদীর ছট ঘাট পরিদর্শন করেন চোপড়ার বি ডি ও সমীর মন্ডল চোপড়া থানার আইসি হেমন্ত শর্মা ইসলামপুর পুলিশ জেলার ডিএস পি, ধ্রুব প্রধান এবং এলাকার সমাজসেবী তথা চোপরা ব্লক তৃণমূল সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ ।
প্রশাসন সূত্রে জানা গেছে চোপড়ার চোপড়ার বিভিন্ন এলাকার ছট ঘাট গুলি সাফাই করে পুজোর উপযোগী করার দায়িত্ব দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েত গুলিকে । শনিবারের মধ্যে ছট ঘাট গুলি সাফাই করা হবে ।
আরও পড়ুন – ছটপূজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক প্রশাসন
উল্লেখ্য, একদিন পর ছট পূজা । তাই অন্যান্য জায়গার মতো উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের বিভিন্ন ছট ঘাট পরিদর্শন করলেন চোপড়া ব্লক প্রশাসন ।
শুক্রবার ব্লকের চোপড়ার ডাউক নদী ঘাট সোনাপুরের মহানন্দা নদীর ঘাট এবং মাঝিয়ালি অঞ্চলের বেরং নদীর ছট ঘাট পরিদর্শন করেন চোপড়ার বি ডি ও সমীর মন্ডল চোপড়া থানার আইসি হেমন্ত শর্মা ইসলামপুর পুলিশ জেলার ডিএস পি, ধ্রুব প্রধান এবং এলাকার সমাজসেবী তথা চোপরা ব্লক তৃণমূল সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ । প্রশাসন সূত্রে জানা গেছে চোপড়ার চোপড়ার বিভিন্ন এলাকার ছট ঘাট গুলি সাফাই করে পুজোর উপযোগী করার দায়িত্ব দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েত গুলিকে । শনিবারের মধ্যে ছট ঘাট গুলি সাফাই করা হবে । চোপড়ায় ছট ঘাট