চোপড়ায় নয় কোটি একুশ লাখ টাকার রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক হামিদুল রহমান।ছট পূজার দিনে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের হাপতিয়া গছ অঞ্চলের সিমেট্রি কালুগছ হইতে কালাগছ পর্যন্ত পি, ডব্লু, ডি রোডের নয় কোটি একুশ লক্ষ টাকার কাজের শুভ উদ্বোধন করলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান । রবিবার ছট পূজার দিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান ফিতা কেটে রাস্তার শুভ উদ্বোধন করেন।
বিধায়ক জানান ৩১ নম্বর জাতীয় সড়কের কালাগছ মোড় থেকে ভইস পিটা মোর হয়ে সিমেন্ট্রি বিওপি কালুগছ পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পরেছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এ রাস্তাটি মেরামত করার । তাই পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দফতরের মাধ্যমে নয় কোটি একুশ লক্ষ টাকা অনুমোদন করে রাস্তাটির টেন্ডার হয়েছে । আগামীকাল থেকে এই রাস্তার কাজ শুরু করবেন ঠিকাদার আবজল হোসেন খান। এই রাস্তার কাজ সঠিকভাবে করার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন বিধায়ক।
আরও পড়ুন – উৎসবের মেজাজে ব্যারাকপুর শিল্পাঞ্চলে “ছট” বন্দনা
বিধায়ক হামিদুল রহমান জানান তার উদ্যোগে হাপ্তিয়া গছ অঞ্চলে মোট ৩৫ কোটি টাকার রাস্তার কাজ হয়েছে। এর আগে এই অঞ্চলের বাম জামানার এক মন্ত্রী ছিল , তিনি কোনও কাজ করতে পারেনি। শুধু ফিতাই কেটেছে । রাজ্যের সাথে চোপড়া বিধান সভা এলাকায় উল্লেখ যোগ্যভাবে কাজ হয়েছে তাই চোপড়ার মানুষ উন্নয়নের পক্ষে আগামী পঞ্চাযেত নির্বাচনে ঘাস ফুলেই ভোট দেবেন । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রিতি রঞ্জন ঘোষ হাপ্তিয়া গছ পঞ্চায়েত প্রধান আবিনা টুডু সোনাপুর অঞ্চলের প্রধান রুবি খাতুন এবং তৃণমূলের অঞ্চল নেতৃত্ব ।এই রাস্তার কাজের উদ্বোধন হওয়ায় এলাকার মানুষ খুশি । চোপড়ায় নয়