চোপড়ায় বাস ও বাইকের সংঘর্ষে শিশুর মৃত্যু। সোমবার চোপড়ার দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রের সামনে ৩১ নম্বর জাতীয় সড়কে বাস ও বাইকের সংঘর্ষে মৃত এক চার বছরের শিশু কন্যা সহ জখম দুই। মৃত ওই শিশু কন্যার নাম আলিশা বয়স চার। বাড়ি বিহারের বৈরাগীগছ এলাকায়। স্হানীয় সূত্রে জানা গিয়েছে ভৈষপিটা এলাকায় জামাই বাবুর বাড়ি থেকে ঘুরে বাড়ি ফেরার সময় চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রের সামনে শিলিগুড়ি দিক থেকে আসা একটি সরকারি বাস তাদের বাইকে ধাক্কা মারলে গুরুতর জখম হয় বাইকে থাকা আরোহীরা।
তাদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্র নিয়ে চিকিৎসার জন্য নিয়ে গেলে আলিশা নামে চার বছরের ওই শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। ঘাতক বাসটির খোঁজ শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
আরও পড়ুন – উৎসবের মেজাজে ব্যারাকপুর শিল্পাঞ্চলে “ছট” বন্দনা
উল্লেখ্য, সোমবার চোপড়ার দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রের সামনে ৩১ নম্বর জাতীয় সড়কে বাস ও বাইকের সংঘর্ষে মৃত এক চার বছরের শিশু কন্যা সহ জখম দুই। মৃত ওই শিশু কন্যার নাম আলিশা বয়স চার। বাড়ি বিহারের বৈরাগীগছ এলাকায়। স্হানীয় সূত্রে জানা গিয়েছে ভৈষপিটা এলাকায় জামাই বাবুর বাড়ি থেকে ঘুরে বাড়ি ফেরার সময় চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রের সামনে শিলিগুড়ি দিক থেকে আসা একটি সরকারি বাস তাদের বাইকে ধাক্কা মারলে গুরুতর জখম হয় বাইকে থাকা আরোহীরা।
তাদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্র নিয়ে চিকিৎসার জন্য নিয়ে গেলে আলিশা নামে চার বছরের ওই শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। ঘাতক বাসটির খোঁজ শুরু করেছে চোপড়া থানার পুলিশ।