নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২২ ডিসেম্বর, বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকেছিল চোরাই সোনা পুলিশ সূত্রে খবর, গোয়েন্দাদের কাছে খবর ছিল শহরে ঢুকবে চোরাই সোনা। সেই মতো রাখা হচ্ছিল নজর। শিয়ালদা স্টেশনের পার্কিং লটের সামনে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ। ধৃতের নাম কাজিরুল মল্লিক। নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা৷
গতকাল রাত ন’টা নাগাদ তাকে আটক করে STF-এর গোয়েন্দারা। তল্লাশি চালাতে উদ্ধার হয় এক কেজি সোনার বার। তার হাঁটুতে ছিল একটি অ্যাঙ্কলেট। তার মধ্যেই সেই সোনার বারটি আটকে রেখেছিল সে। এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ।যার বাজার মূল্য কয়েক লাখ টাকা।