চোর ধরো, জেল ভরো, এই স্লোগান দিয়েই বিজেপির র্যালি হলো মালবাজারে । রবিবার দিন বিকেলে দক্ষিন ওদলাবাড়ি থেকে একটি বিরাট র্যালী বের করে বিজেপি। জেলা ভাইস প্রেসিডেন্ট কমলেন্দু দেব শর্মার নেতৃত্ব এই র্যালী গোটা ওদলাবাড়ি সহর পরিক্রমা করে। শেষে ওদলাবাড়ি বাজার এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা ভাইস প্রেসিডেন্ট কমলেন্দু দেব শর্না। জেলার এস সি মোর্চার প্রেসিডেন্ট অখিল সরকার,
যুব মোর্চার জেলা জেনারেল সেক্রেটারি পবন সিং, মাইনোরেটির মোর্চার ভাইস প্রেসিডেন্ট বসন্ত কেরকাট্টা।
মহিলা মন্ডল মোর্চার ডলী সরকারসহ অন্যান্যরা।
মাল উত্তর মন্ডলের প্রেসিডেন্ট প্রদীপ তীর্কি বলেন, এই রাজ্য তৃনমুল এর নেতা মন্ত্রীরা সব চোর। অভিলম্বে দোষীদের গ্রেপ্তার করে জেলে ভরতে হবে। শিক্ষা ব্যাবস্থাকে শেষ করে দিয়েছে এই সরকার। পার্থ, পরেশের পাশাপাশি সব মন্ত্রী এবং নেতাদের বিরুদ্ধে তদন্ত করুক ইডি,এটাই এখন রাজ্যবাসী চায়। মানুষের কষ্টের টাকা এই নেতা মন্ত্রীরা লুট করেছে। অবিলম্বে গরীব মানুষের টাকা ফেরত দেওয়া হোক। তিনি আরো বলেন এত কিছু ঘোটালার পেছনে হাত রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। অবিলম্বে ইডি সব কিছুর তদন্ত করুক এটা চায় সাধারন মানুষ।
উল্লেখ্য, রবিবার দিন বিকেলে দক্ষিন ওদলাবাড়ি থেকে একটি বিরাট র্যালী বের করে বিজেপি। জেলা ভাইস প্রেসিডেন্ট কমলেন্দু দেব শর্মার নেতৃত্ব এই র্যালী গোটা ওদলাবাড়ি সহর পরিক্রমা করে। শেষে ওদলাবাড়ি বাজার এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা ভাইস প্রেসিডেন্ট কমলেন্দু দেব শর্না।
জেলার এস সি মোর্চার প্রেসিডেন্ট অখিল সরকার, যুব মোর্চার জেলা জেনারেল সেক্রেটারি পবন সিং, মাইনোরেটির মোর্চার ভাইস প্রেসিডেন্ট বসন্ত কেরকাট্টা। মহিলা মন্ডল মোর্চার ডলী সরকারসহ অন্যান্যরা।
মাল উত্তর মন্ডলের প্রেসিডেন্ট প্রদীপ তীর্কি বলেন, এই রাজ্য তৃনমুল এর নেতা মন্ত্রীরা সব চোর। অভিলম্বে দোষীদের গ্রেপ্তার করে জেলে ভরতে হবে।
আরও পড়ুন – পানীয় জলের দাবীতে কাক দিবে রাস্তা অবরোধ করে বিক্ষোভ
শিক্ষা ব্যাবস্থাকে শেষ করে দিয়েছে এই সরকার। পার্থ, পরেশের পাশাপাশি সব মন্ত্রী এবং নেতাদের বিরুদ্ধে তদন্ত করুক ইডি,এটাই এখন রাজ্যবাসী চায়। মানুষের কষ্টের টাকা এই নেতা মন্ত্রীরা লুট করেছে। অবিলম্বে গরীব মানুষের টাকা ফেরত দেওয়া হোক। তিনি আরো বলেন এত কিছু ঘোটালার পেছনে হাত রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। অবিলম্বে ইডি সব কিছুর তদন্ত করুক এটা চায় সাধারন মানুষ। চোর ধরো