রাতারাতি রদবদল। কাঁথি পুরসভা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানকে সরিয়ে দিল রাজ্য সরকার। কাঁথি পুরসভায় এলইডি লাইট বসানো নিয়ে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই কাঁথি পুরসভা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বদলি নিয়ে কর্মচারীর মধ্যে কিছুটা খুশির হাওয়া।
দিলীপ চৌহান অধিকারী পরিবারের ঘনিষ্ঠ ছিলেন।
শিশির অধিকারী আমল থেকে তিনি কাঁথি পুরসভা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাজে নিযুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, তাঁর অডিও ক্লিপ ফাঁস হয়েছিল।অডিও ক্লিপে কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মহিলার সঙ্গে কথোপকথনে বলছেন, “পুরো নির্বাচনে যাতে কাউন্সিলর চারজন টিকিট না পান। তাদের মধ্যে রয়েছেন মন্ত্রী পুত্র সুপ্রকাশ গিরি, সুরজিৎ নায়ক, তনুশ্রী চক্রবর্তী ও শেখ সাবুল।’’
পরবর্তী কথোপকথনে ‘পুরসভার কর্মী ও পৌর কর্মচারীদের সংগঠনের সম্পাদক খোকন চক্রবর্তীকে শেষ করে দিতে।’ সেই অডিও ক্লিপ কার্যত ভাইরাল হয়ে যায়।এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই বিষয়ে কাঁথি পুরসভার তৃণমূল কর্মচারী সংগঠনের সম্পাদক খোকন চক্রবর্তী বলেন, ‘কাঁথি পুরসভায় আপদ বিদায়ী হল। কাঁথি মানুষ স্বতি পেল।’ যদিও কাঁথি পুরসভা কর্মচারী বদলি নিয়ে পুরসভা ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চোহানের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন – ফের ঝাড়গ্রামে মাথা চাড়া দিল ম্যালেরিয়া আতঙ্ক
উল্লেখ্য, রাতারাতি রদবদল। কাঁথি পুরসভা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানকে সরিয়ে দিল রাজ্য সরকার। কাঁথি পুরসভায় এলইডি লাইট বসানো নিয়ে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই কাঁথি পুরসভা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বদলি নিয়ে কর্মচারীর মধ্যে কিছুটা খুশির হাওয়া।
দিলীপ চৌহান অধিকারী পরিবারের ঘনিষ্ঠ ছিলেন। শিশির অধিকারী আমল থেকে তিনি কাঁথি পুরসভা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাজে নিযুক্ত ছিলেন।
তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, তাঁর অডিও ক্লিপ ফাঁস হয়েছিল।অডিও ক্লিপে কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মহিলার সঙ্গে কথোপকথনে বলছেন, “পুরো নির্বাচনে যাতে কাউন্সিলর চারজন টিকিট না পান। তাদের মধ্যে রয়েছেন মন্ত্রী পুত্র সুপ্রকাশ গিরি, সুরজিৎ নায়ক, তনুশ্রী চক্রবর্তী ও শেখ সাবুল।’’ পরবর্তী কথোপকথনে ‘পুরসভার কর্মী ও পৌর কর্মচারীদের সংগঠনের সম্পাদক খোকন চক্রবর্তীকে শেষ করে দিতে।’