বাংলাদেশে বন্ধ ভারতের টিভি চ্যানেল, মন ভালো নেই কলকাতার বহু সেলেবদের। গত কয়েকদিন ধরে বাংলাদেশে দেখা যাচ্ছে না ভারতীয় টিভি চ্যানেল। আর এই খবর কলকাতায় চাউর হতেই কলকাতার বিনোদন জগতে নেমে এসেছে মন খারাপের সুর। বিশেষ করে ভারতের বিনোদন ভিত্তিক একাধিক টিভি চ্যানেল দেখতে পাচ্ছেন না বাংলাদেশের মানুষ। ফলে ভারতের একাধিক টিভি চ্যানেলে চলা ভারতের জনপ্রিয় ধারাবাহিকগুলি দেখা থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশের মানুষ। তবে বাংলাদেশের মানুষ ভারতের টিভি চ্যানেল দেখতে না পাওয়ায় মন ভালো নেই কলকাতার।
বিশেষ করে কলকাতা চলচ্চিত্র জগতের নায়ক নায়িকাদের এই খবর শোনার পর অনেকেরই মন ভালো নেই। অনেকেই মনে করছেন বাংলার সংস্কৃতিকে এভাবে আটকে দেওয়া ঠিক নয়। বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল দেখা যাচ্ছে না এই খবর শোনার পরেই টলিউড অভিনেতা তথা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বলেন,এটা অত্যন্ত দুঃখের খবর। দুই দেশের সরকারের উচিত অবিলম্বে এই সমস্যার সমাধান করে দুই বাংলার বিনোদনের জগতকে উন্মুক্ত করে দেওয়া।
এই খবর শোনার পর টলিউডের অপর এক জনপ্রিয় অভিনেতা রাজ ভট্টাচার্্য (জি বাংলা চ্যানেলে দীপ জ্বেলে যাই সিরিয়ালের ময়ান শর্মা) জানান, কেন বাংলাদেশে ভারতের টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হলো জানি না। আমি গত কাল খবরটা শুনেছি।শোনার পর থেকেই আমার মন খারাপ। যেহেতু দুই বাংলার ভাষা এক, সেহেতু বাংলা ভাষায় তৈরি সিরিয়াল বন্ধ না করলেই ভালো হতো। বিনোদন তো দিনশেষে মানুষের কাছে একটা মানসিক রিলফের জায়গা।সেখানে দাঁড়িয়ে বিনোদন প্রেমী মানুষদের কাছে এটা একটা বড়ো ধাক্কা। আমরাও তো ইউটিউবে বাংলাদেশের অনেক নাটক দেখি। কেউ যদি এখন ইউটিউব বন্ধ করে দেয় তাহলে তা বাংলাদেশের নাটক দেখার ক্ষেত্রে আমাদের কাছে বড়ো ধাক্কা হয়ে ঊঠবে। সেভাবেই এটাও বাংলাদেশের বিনোদন প্রেমী মানুষের কাছে ধাক্কা। এপার বাংলা ওপার বাংলার সংস্কৃতিকে এভাবে বন্ধ করে দেওয়া ঠিক নয় বলেই আমার ধারণা।
আর ও পড়ুন টাকির ইছামতী নদীতে বিসর্জনে এবার রাশ টানলো প্রশাসন
টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র জানান, যেহেতু আমি গোটা বিষয়টি সম্পর্কে বিস্তারীত জানি না, তাই মন্তব্য করতে পারবো না। এদিকে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ায় মন ভালো নেই এপার বাংলার বিজ্ঞাপন দাতাদের। একাধিক বিজ্ঞাপন সংস্থার তরফে এই খবর শোনার পর অনেকেই জানিয়েছেন, টিভির মাধ্যমে ভারতের অনেক পণ্যের সম্পর্কে জানতে পারেন বাংলাদেশের মানুষ। সেক্ষেত্রে আমদানি রফতানি বিধি মেনে ভারতে থেকে নানা পণ্যের চাহিদা বাড়ে বাংলাদেশে। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে ভারতের টিভি চ্যানেল না চলায় স্বাভাবিকভাবেই মন খারাপ কলকাতার।