ছটপূজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক প্রশাসন। আগামী রবিবার বৈকাল থেকে শুরু হতে চলেছে ছট পূজা, ছট পূজাতে আত্রেয়ী নদীর ঘাটে পূজো দিতে যাতে কোন সমস্যা না হয় তার জন্য বর্তমানে বালুরঘাটে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। উল্লেখ যে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের আত্রেয়ী নদীর বড় ঘাটগুলির মধ্যে অন্যতম হলো কল্যাণী সদর ঘাট, আত্রেয়ী কলোনীর ঘাট, কংগ্রেস পাড়া ঘাট, রঘুনাথপুর ঘাট। এছাড়াও বালুরঘাটের ছোট আরও ৬টি ঘাট মিলিয়ে মোট প্রায় ১০টি ঘাটে প্রতিবছর ছট পূজো অনুষ্ঠিত হয়ে থাকে।
ইতিমধ্যেই বালুরঘাট পৌরসভা এবং বালুরঘাট থানার আধিকারিকরা বালুরঘাট শহরের ঘাটগুলি পরিদর্শন করেছেন। বর্তমানে পৌরসভার উদ্যোগে বালুরঘাটের একাধিক নদী ঘাট গুলি মাটি দিয়ে ড্রেসিং-এর কাজ চলছে। বালুরঘাট থানার আই.সি শান্তিনাথ পাজা জানিয়েছেন বালুরঘাটের প্রতিটি নদী ঘাট সংলগ্ন নদী বক্ষে বেলুন বা জলে ভাসমান প্লাস্টিক বল দিয়ে ডেঞ্জার জোন চিহ্নিত করা থাকবে, ঐ ডেঞ্জার জোনে কেউ যেতে পারবে না। পাশাপাশি তিনি জানিয়েছেন প্রতিটি নদী ঘাটেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দল সহ নৌকা থাকবে।
আরও পড়ুন – সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে একের পর এক শ্যামা পূজার মন্ডপ পরিদর্শনে ইটাহারের বিধায়ক
বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন ছট পূজার ঘাটগুলি পরিস্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে। ঘাটগুলিতে যথেষ্ট পরিমাণ আলোর ব্যবস্থা করা হচ্ছে। তিনি জানিয়েছেন বিগত সময়ে নদী ঘাটগুলিতে পূজো দিয়ে আসা মহিলাদের পোশাক পরিবর্তন করতে সমস্যায় পড়তে হতে। যে কারনে এবছর প্রতিটি ঘাটে মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য ২টি জায়গা চিহ্নিত করে থাকছে পৌরসভার উদ্যোগে বিশেষ ব্যবস্থা। ছটপূজোয় অপ্রীতিকর