ভাইরাল – বিহারে ছটপুজোর প্রসাদ গ্রহণ করতে গিয়ে মাঝপথে ট্রেন থামিয়ে দিলেন এক রেলচালক। কেবিনে দাঁড়িয়ে ভক্তদের দেওয়া প্রসাদ মাথায় ঠেকিয়ে নেন তিনি। সেই মুহূর্তের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে কর্তব্য ও ভক্তির মধ্যে বিতর্ক। ঘটনায় দেখা যায়, ট্রেনটি একটি জলাশয়ের ধারে রেললাইনে দাঁড়িয়ে আছে, যেখানে ভক্তরা সূর্য দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করছিলেন। তাঁদের মধ্য থেকে এক ব্যক্তি হাতে প্রসাদের থালা নিয়ে চালকের কাছে যান, চালক কেবিন থেকে ঝুঁকে সেই প্রসাদ গ্রহণ করেন।
মাত্র তিন সেকেন্ডের সেই ভিডিয়োটি ‘ছাপরা জিলা’ নামের একটি স্থানীয় সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়ার পরই ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই দেড় লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন এবং ১৩ হাজারের বেশি মানুষ লাইক করেছেন। অনেক নেটাগরিক এই ঘটনাকে ‘বিহারের সৌন্দর্য’ বলে প্রশংসা করেছেন, আবার কেউ কেউ চালকের কর্তব্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, ট্রেন মাঝপথে থামানো উচিত ছিল না। অন্যদিকে, চালকের সমর্থনে কেউ কেউ বলেছেন, সিগন্যাল বন্ধ থাকায় ট্রেনটি এমনিতেই থেমে ছিল।
এই ঘটনাকে ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা — কর্তব্য আগে না ভক্তি?




















