ছট পুজোয় মাছ-মাংসের দোকান বন্ধের ফতোয়ায় উত্তপ্ত অন্ডাল, পুলিশ হস্তক্ষেপে থামল বিজেপি কর্মীদের দাপাদাপি

ছট পুজোয় মাছ-মাংসের দোকান বন্ধের ফতোয়ায় উত্তপ্ত অন্ডাল, পুলিশ হস্তক্ষেপে থামল বিজেপি কর্মীদের দাপাদাপি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


পশ্চিম বর্ধমান – লোকসভা ভোটে আসন হার, সংগঠনের দুর্বলতা—এসব সত্ত্বেও বাংলায় ফের ধর্মীয় রাজনীতি নিয়েই ব্যস্ত বঙ্গ বিজেপির স্থানীয় নেতৃত্ব। এবারে ছট পুজোর নাম করে মাছ-মাংসের দোকান বন্ধের ফতোয়া জারি করে বিতর্কে জড়াল পশ্চিম বর্ধমানের বিজেপি নেতারা। অভিযোগ, অন্ডালে দোকান ঘুরে ঘুরে দোকানদারদের ভয় দেখিয়ে দোকান বন্ধের হুমকি দেন বিজেপির একদল কর্মী। তবে দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেয় অন্ডাল থানার পুলিশ।

ছট পুজো উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুর-সহ পশ্চিম বর্ধমানের একাধিক এলাকায় প্রতি বছরই উৎসবের আমেজ থাকে। কিন্তু এবার সেই উচ্ছ্বাসের মধ্যে ধর্মের রঙ লাগল রাজনৈতিক ফতোয়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্ডাল বাজারে বেশ কিছুদিন আগেই রবিবার ও সোমবার মাছ-মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করেছিল বিজেপির কিছু স্থানীয় নেতা।

তবে সেই নির্দেশ মানতে নারাজ ছিলেন অনেক ব্যবসায়ী। তাঁদের দাবি, “আগে কখনও এই ধরনের ফতোয়া হয়নি। আমরা নিয়মিত রবিবার দোকান খুলি, সেই দিনেই ব্যবসা সবচেয়ে বেশি হয়।” ফলে রবিবার ফতোয়া অমান্য করেই দোকান খোলা রাখেন বেশ কয়েকজন বিক্রেতা।

এরপরই সকালে বিজেপির কিছু নেতা ও কর্মী দোকানগুলো বন্ধ করানোর চেষ্টা করেন। ব্যবসায়ীদের সঙ্গে শুরু হয় বচসা ও ধস্তাধস্তি। পরিস্থিতি উত্তপ্ত হতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুলিশ ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, আইন মেনে তাঁরা দোকান খুলে রাখতে পারবেন। এরপরই বিজেপি কর্মীরা সরে পড়েন।

ঘটনার পর এলাকাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, “ধর্মের নামে বাজার বন্ধের ফতোয়া কে দিল? রাজনীতির এমন হস্তক্ষেপ উৎসবের আমেজ নষ্ট করছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে যাতে ফের কোনও ধরনের ধর্মীয় উস্কানি বা আইনভঙ্গের ঘটনা না ঘটে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top