ছট পূজার জন্য চোপড়ার আনারস পারি দিচ্ছে বিহার, ইউ,পি তে। প্রতি বছরের মতো এবারও উত্তরবঙ্গের চোপড়ার আনারস পাড়ি দিচ্ছে বিহার ইউপি সহ দেশের বিভিন্ন রাজ্যে। জানা গেছে অন্যান্য বৎসরের থেকে এবার আনারসের চাহিদা এবং দাম খুব ভালো। তাই খুশি আনারস চাষী থেকে ব্যবসায়ীরা। আনারস চাষী মহম্মদ রাজীব এবং আনারস ব্যবসায়ী হাসিবুল রহমান জানান,এবারে ছট পূজার জন্য আনারস ১৬ টাকা থেকে ১৯ টাকা পর্যন্ত প্রতি কিলো বিক্রি হচ্ছে ।
চাহিদাও বেড়েছে , তাই আনারস চাষীরা খুশি । প্রতি বছর সূর্য আরাধনা বা ছট পূজার জন্য উত্তরবঙ্গের দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলার বিধাননগর এবং চোপড়া থেকে। ১২ চাকা থেকে ১৬ চাকা লরিতে করে কয়েকশো লরি কাঁচা আনারস বিহার ইউপি সহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে । কালী পূজা থেকেই ছট পূজার আনারস কেনাবেচা শুরু হয় চোপড়া ও বিধাননগর এলাকায়। বিভিন্ন রাজ্য থেকে বেপারীরা আনারস নেওয়ার জন্য উত্তরবঙ্গে পাড়ি দেন । কালী পূজা থেকে জোর কদমে চলছে আনারস কেনা বেচা।
আরও পড়ুন – চোপড়ার শীতল গছে বন কালি পূজা উপলক্ষে জমে উঠেছে গানের আসর
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও উত্তরবঙ্গের চোপড়ার আনারস পাড়ি দিচ্ছে বিহার ইউপি সহ দেশের বিভিন্ন রাজ্যে। জানা গেছে অন্যান্য বৎসরের থেকে এবার আনারসের চাহিদা এবং দাম খুব ভালো। তাই খুশি আনারস চাষী থেকে ব্যবসায়ীরা। আনারস চাষী মহম্মদ রাজীব এবং আনারস ব্যবসায়ী হাসিবুল রহমান জানান,এবারে ছট পূজার জন্য আনারস ১৬ টাকা থেকে ১৯ টাকা পর্যন্ত প্রতি কিলো বিক্রি হচ্ছে । চাহিদাও বেড়েছে , তাই আনারস চাষীরা খুশি ।
প্রতি বছর সূর্য আরাধনা বা ছট পূজার জন্য উত্তরবঙ্গের দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলার বিধাননগর এবং চোপড়া থেকে। ১২ চাকা থেকে ১৬ চাকা লরিতে করে কয়েকশো লরি কাঁচা আনারস বিহার ইউপি সহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে । কালী পূজা থেকেই ছট পূজার আনারস কেনাবেচা শুরু হয় চোপড়া ও বিধাননগর এলাকায়। বিভিন্ন রাজ্য থেকে বেপারীরা আনারস নেওয়ার জন্য উত্তরবঙ্গে পাড়ি দেন । কালী পূজা থেকে জোর কদমে চলছে আনারস কেনা বেচা।