ছত্তিসগঢে রমণ সিং চালু করে দিলেন বিনামূল্যে টিফিন দেওয়ার প্রকল্প

ছত্তিসগঢে রমণ সিং চালু করে দিলেন বিনামূল্যে টিফিন দেওয়ার প্রকল্প

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

একসময় জয়ললিততা শুরু করেছিলেন আম্মা ক্যান্টিন। দিল্লিতেও এই ধরনের সস্তায় খাবার দেওয়ার ব্যবস্থা চালু করার চেষ্টা হয়েছিল। এবার ছত্তিসগঢে রমণ সিং চালু করে দিলেন বিনামূল্যে টিফিন দেওয়ার প্রকল্প।মুখ্যমন্ত্রী মনরেগা মজদুর টিফিন বিরতণ ‌যোজনা-য় রাজ্যের ১০ লাখ শ্রমিককে স্বাস্থ্যকর খাবার দেওয়া হবে। জানালেন মুখ্যমন্ত্রী।

রমণ সিং বলেন, ‘শ্রমিকদের জন্য রাজ্য একাধিক প্রকল্প চালু করেছে সরকার। এর মধ্যে একটি হল এই মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার গ্যারান্টি ‌যোজনা। এই প্রকল্পে রাজ্যে ১০ লাখ ৮০ হাজার শ্রমিককে টিফিন দেওয়া হবে। সরকাররে উদ্দেশ্যই হল, গরিব মানুষের জীব‌নযাত্রার মান আরও উন্নত করা। বিশেষত রাজ্যের গ্রামীণ এলাকায়।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top