যোগীর উন্নয়নের ছবিতে কলকাতা ! চড়ছে সমালোচনা। উত্তরপ্রদেশের উন্নয়নের খতিয়ানের সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি। তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একটি ইংরেজি সাংবাদপত্রে যোগী আদিত্যনাথের ছবির সঙ্গে যে লেখা প্রকাশিত হয়েছে তার মূল বিষয়বস্তু যোগী আদিত্যনাথের আমলে উত্তরপ্রদেশের উন্নয়ন। কিন্তু আদিত্যনাথের ছবির নিচে যে শহরের ছবি ব্যবহার করা হয়েছে সেটি কলকাতার।
ছবিতে মা ফ্লাইওভার, আইটিসি সোনার বাংলা ও জেডব্লু ম্যারিয়েটকে দেখা যাচ্ছে। এমনকী কলকাতার হলুদ ট্যাক্সিও দেখা যাচ্ছে ছবিতে। এই ছবিকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আর ও পড়ুন এই অভিনেত্রীর গাড়ি থাকলেও টাকার কারণে চালক রাখতে পারেননি
এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইট করেন, “যোদী আদিত্যথের কাছে উত্তরপ্রদেশের রূপান্তর মানে হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের ছবি চুরি করা এবং তা নিজের বলে দাবি করা।” তিনি আরও লেখেন, “দেখে মনে হচ্ছে বিজেপির শক্তিশালী রাজ্যে ডবল ইঞ্জিন মডেল অসম্ভব ব্যর্থ এবং এখন তা সবার সামনে প্রকাশ্য।” কটাক্ষ করে ট্যুইট করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং মুকুল রায়ও।
এই প্রসঙ্গে ট্যুইটে মুকুল রায় লেখেন, “দলকে বাঁচাতে নরেন্দ্র মোদী এতটাই অসহায় যে তাঁকে মুখ্যমন্ত্রী পরিবর্তন ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হওয়া উন্নয়নের ছবি নিজেদের বলে দেখাতে হচ্ছে।”
যদিও বিজেপি অবশ্য এই ঘটানাকে ‘এজেন্সির ভুল’ হিসেবেই ব্যখ্যা করছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য আজতক বাংলাকে জানান, “কোনও সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল এই ধরনের কাজ করে না। এটা এজেন্সির ভুল।” একইসঙ্গে শমীকবাবুর দাবি, “উত্তরপ্রদেশের উন্নয়ন হয়েছে কি না তা সেখানকার মানুষ জানেন।
উল্লেখ্য, একটি ইংরেজি সাংবাদপত্রে যোগী আদিত্যনাথের ছবির সঙ্গে যে লেখা প্রকাশিত হয়েছে তার মূল বিষয়বস্তু যোগী আদিত্যনাথের আমলে উত্তরপ্রদেশের উন্নয়ন। কিন্তু আদিত্যনাথের ছবির নিচে যে শহরের ছবি ব্যবহার করা হয়েছে সেটি কলকাতার।
ছবিতে মা ফ্লাইওভার, আইটিসি সোনার বাংলা ও জেডব্লু ম্যারিয়েটকে দেখা যাচ্ছে। এমনকী কলকাতার হলুদ ট্যাক্সিও দেখা যাচ্ছে ছবিতে। এই ছবিকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।