নিজস্ব সংবাদদাতা ৫জানুয়ারি ২০২১ দক্ষিণ ২৪পরগণা:ছাঁট চামড়ার গাড়ি আটক করল ভাঙড় থানার পুলিশ। বানতলা চর্মনগরীর আশেপাশে পাগলাহাট বৈরামপুর ভোজেরহাট সহ বিভিন্ন গ্রামে চামড়ার অবৈধ কারবার বন্ধ করেছিল প্রশাসন।
অভিযোগ প্রশাসনের সেই নিষেধাজ্ঞা উড়িয়ে মঙ্গলবার সকালে বৈরামপুর এর একটি কারখানায় চামড়ার বর্জ্য ফেলা হচ্ছিল। উত্তরপ্রদেশের কানপুর থেকে ট্রাক বোঝাই প্রায় দশ টন চামড়ার ছাঁট এসেছিল। অভিযোগ পেয়ে ভাঙ্গড় থানার পুলিশ সেই ট্রাকটিকে আটক করে এবং ঘটনাস্থল থেকে বাপ্পা লস্কর নামে এক ব্যক্তিকে আটক করে। ঘটনাস্থলে আসে ডিএসপি ক্রাইম তমাল সরকার এবং ভাঙ্গড়ের ওসি সমরেশ ঘোষ। উল্লেখ্য বিগত ত্রিশ বছর ধরে ভাঙড়ের এই এলাকায় ছাঁট চাপড়ার বেআইনি ব্যবসা চালাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে অবৈধ ছাঁট জ্বালানো চুল্লি বন্ধ করলেও গোপনে কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসা চালাচ্ছিলেন। এদিন সকালে বৈরামপুর এর একটি কারখানায় চামড়ার বর্জ্য ফেলা হচ্ছিল বলে পুলিশ খবর পেয়ে অভিযান চালায় । উত্তরপ্রদেশের কানপুর থেকে ট্রাকবোঝাই প্রায় দশ টন চামড়ার ছাঁট এসেছিল বলে সূত্রের খবর। গাড়ি আটক করার পাশাপাশি একজনকে গ্রেফতার করেছে পুলিশ।