নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৬ নভেম্বর, রঘুনাথগঞ্জ বিবেকানন্দ শিক্ষা নিকেতনের এক তৃতীয় শ্রেণীর বাচ্চা স্কুল থেকে বাড়ি এসে হঠাৎ অসুস্থ হয়ে পরে। পরে বাচ্চার পিতা মাতা জানতে পারেন স্কুলের মিঠু নামের এক শিক্ষিকা বাচ্চাটিকে প্রচন্ড মারধর করেছেন এবং তারফলেই বাচ্ছাটি অচেতন হয়ে পড়ে। বাচ্চার নাম অরিন্দম হালদার। বাড়ি রঘুনাথগঞ্জ থানার হেড পোস্ট অফিস মোড়ে।
শিশুর পরিজনদের কাছ থেকে জানা গিয়েছে, শিশু দিবস এর দিন বাচ্চাটিকে মারধর করা হয়েছে। প্রথমে অভিভাবকরা ব্যাপারটা জানতে পারেননি কারণ বাচ্চাটি স্কুল থেকে এসে অচেতন হয়ে শুয়ে পড়ে। তারপর বাচ্চার পিতা মাতা জানতে পারেন, স্কুল্রা।,শিক্ষিকা মিঠু বাচ্চাটিকে প্রচন্ড মারধর করেছেন। স্কুল কর্তৃপক্ষকে তা জানায় তাঁরা, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও স্কুল কর্তৃপক্ষ শিক্ষিকার বিরুদ্ধে কোন স্টেপ নেননি।তারপর তাঁরা সিসিটিভি ফুটেজ দেখার দাবি করেন, তখনই অরিন্দমের উপর শিক্ষিকার অত্যাচারের ঘটনাটি সামনে আসে।