নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,৮ ই মে : ছাত্রছাত্রীদের বিক্ষোভ কে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শিলিগুড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। জানা গেছে বেশ কিছু দিন আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা মঞ্জুলা বেরার বিরুদ্ধে জাতিবিদ্বেষ এর অভিযোগ তুলে তাকে অপসারিত করার দাবি তুলে ওই বিভাগেরই বেশ কিছু ছাত্রছাত্রী ।কিন্তু দীর্ঘ দিন পেরিয়ে গেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই অধ্যাপিকার বিরুদ্ধে কোন রকমই ব্যবস্থা গ্রহণ না করায় আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ঘিরে বিক্ষোভ দেখায় বাংলা বিভাগের বেশ কিছু ছাত্রছাত্রী । তারা এই বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে উপাচার্য শুধুমাত্র ৪ জনের সঙ্গে দেখা করবে বলে জানায়। কিন্তু বিক্ষোভরত ছাত্র ছাত্রীদের দাবি সকলের সঙ্গে দেখা করতে হবে উপাচার্য কে ।তা নিয়েই শুরু হয় বাদানুবাদ এবং যা চরমে গেলে হাতাহাতিতে পৌঁছায়। এতে মোট তিনজন আহত হয় যার মধ্যে একজন রয়েছে নিরাপত্তাকর্মী একজন আধিকারিক ও একজন ছাত্র।পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মাটিগাড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে ।তবে চরম উত্তেজনা রয়েছে বিশ্ববিদ্যালয় জুড়ে।
ছাত্রছাত্রীদের বিক্ষোভ কে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শিলিগুড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে
ছাত্রছাত্রীদের বিক্ষোভ কে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শিলিগুড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram