ছাত্রীর গোপন ছবি তুলে ব্ল্যাকমেইল, পকসো আইনে ধর্ষণে অভিযোগ গ্রেপ্তার যুবক। বসিরহাটের স্বরূপনগর থানার চারঘাট গ্রাম পঞ্চায়েতের দিয়ারা গ্রামের ঘটনা। বছর ২৪এর যুবক জুইন মন্ডল,সেলাই কাজ করতো ঐ বছর এগারোর নাবালিকার বাড়িতে।অন্যদিকে বাড়ির কাজ করা ওকরতো।সেই সুযোগে এই নাবালিকার গোপন অশ্লীল ছবি তুলে মোবাইল ভিডিও করে ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় গত মাসের ৩০ শে জুন এই নাবালিকা আত্মহত্যার চেষ্টা করে। তারপর এই খবর জানা জানি হতেই ছাত্রী পুরো ঘটনা পরিবার এবং প্রতিবেশীদের জানায়।
তারপর গতকাল নির্যাতিতা ও তার পরিবার স্বরূপনগর থানায় ওই যুবকের বিরুদ্ধে গোপন ছবি ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে স্বরূপনগর থানার পুলিশ যুবককে পকসো আইনে গ্রেফতার করে।তাকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহাকুম আদালতে পাঠিয়েছে।ইতিমধ্যে ওই ছাত্রীর বসিরহাট জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষা হয়েছে। পাশাপাশি বসিরহাট মহাকুমার আদালতের বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন নির্যাতিতা।
আরও পড়ুন- না ফেরার দেশে রাজা, শোকের ছায়া আলিপুরদুয়ারে
উল্লেখ্য, বসিরহাটের স্বরূপনগর থানার চারঘাট গ্রাম পঞ্চায়েতের দিয়ারা গ্রামের ঘটনা।বছর ২৪এর যুবক জুইন মন্ডল,সেলাই কাজ করতো ঐ বছর এগারোর নাবালিকার বাড়িতে।অন্যদিকে বাড়ির কাজ করা ওকরতো।সেই সুযোগে এই নাবালিকার গোপন অশ্লীল ছবি তুলে মোবাইল ভিডিও করে ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় গত মাসের ৩০ শে জুন এই নাবালিকা আত্মহত্যার চেষ্টা করে। তারপর এই খবর জানা জানি হতেই ছাত্রী পুরো ঘটনা পরিবার এবং প্রতিবেশীদের জানায়।
তারপর গতকাল নির্যাতিতা ও তার পরিবার স্বরূপনগর থানায় ওই যুবকের বিরুদ্ধে গোপন ছবি ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে স্বরূপনগর থানার পুলিশ যুবককে পকসো আইনে গ্রেফতার করে।তাকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহাকুম আদালতে পাঠিয়েছে।ইতিমধ্যে ওই ছাত্রীর বসিরহাট জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষা হয়েছে। পাশাপাশি বসিরহাট মহাকুমার আদালতের বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন নির্যাতিতা।



















