ছাদনাতলা থেকে সোজা হাজতে ঠাঁই পাত্রের।প্রথম স্ত্রীকে লুকিয়ে দ্বিতীয় বিয়ে আসরে হাজির পাত্র। ছাদনাতলা থেকে সোজা হাজতে ঠাঁই পাত্রের। ধৃত রাজীব প্রসাদ (৩৮)শিলিগুড়ি প্রধান নগরের বাসিন্দা। বীমা সংস্থার কর্মী সে। জানা গিয়েছে সম্প্রতি আসামের এক যুবতীর সঙ্গে তার বিবাহ স্থির হয়। বিয়ে বাবদ পাত্রী পক্ষের কাছে মোটা অংকের পনের টাকা দাবি করে পাত্র। সেমত কিছুটা পন বিয়ের আগেই আসাম নিবাসী পরিবারের তরফে দেওয়া হয় তাকে। দিনক্ষন স্থির করে আসামের ওই পরিবারকে শিলিগুড়িতে এসে বিয়ের আয়োজন করতে বলে সে। বুধবার এস এফ রোডের একটি ভবনে সেমতই বিয়ের যাবতীয় আয়োজন চলে। বর বেশে বাজনা বরযাত্রী নিয়ে মহা আড়ম্বরে হাজির হয় রাজিব।
আরও পড়ুন – নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ
আর এরপরই হিন্দি সিনেমার কায়দায় বিয়ের আসরেই পুলিশকে সঙ্গে নিয়ে সশরীরে হাজির হন তার প্রথম পক্ষের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে বর্ধমানে নিবাসী এই মহিলার সঙ্গে ২০১৯সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যুবক। পরে সাংসারিক অশান্তির জেরে মহিলা শ্বশুড়বাড়ি ছেড়ে বর্ধমান চলে যান। তবে রাজীবের সঙ্গে মহিলার আইনানুগ ভাবে বিবাহ বিচ্ছেদ ঘটেনি। স্বাভাবিক ভাবেই স্বামীর দ্বিতীয় পক্ষের বিবাহের কথা জানাতে পেরেই বর্ধমান নিবাসী মহিলা শিলিগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।
বুধবার অভিযোগ মেলার পরই শিলিগুড়ি মহিলা থানা বিবাহের আসরে হানা দিয়ে বিয়ে আটকে দেয়। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত রাজীবকে।পুলিশকে কনে পক্ষ জানায় রাজীব ও তার পরিবার তাদের সঙ্গেও প্রতারণা করেছে। তার প্রথম বিবাহ সম্পর্কে কিছুই জানানো হয়নি তাদের। পাল্টা বেআইনিভাবে মোটা অংকের পনও নিয়েছে তারা। ধৃত রাজীবের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ধৃতকে।