ছাদের ওপর জমা জল খুঁজতে ড্রোন দিয়ে নজরদারি

ছাদের ওপর জমা জল খুঁজতে ড্রোন দিয়ে নজরদারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ছাদের

ছাদের ওপর জমা জল খুঁজতে ড্রোন দিয়ে নজরদারি।  এই নজরদারি  চালালো বিধাননগর পৌর নিগম।পৌর কর্মীরা ছাদের জমা জল সশরীরে খুঁজতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। উঠতে দেওয়া হয় না ছাদে। আর সেই কারণেই ড্রোন ব্যবহার।

 

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বিধাননগর পৌর নিগম এলাকায় খুব একটা কম নয়। আর সেই কারণে বিধাননগর পৌর নিগমের তরফ থেকে কোথাও জমা জল জমে আছে কি না খতিয়ে দেখতে একাধিক বার হয়েছে অভিযান, প্রচার। দেওয়া হয়েছে মশার তেল, ব্লিচিং পাউডার। কিন্তু বাধা পড়েছে একটি জায়গায়। সেটি হলো বিধাননগরে ছাদে জমা জল খোঁজার ক্ষেত্রে।

 

বিধাননগরে বিভিন্ন ব্লকে বাড়ির ছাদে ফুলের টপ, পরিত্যক্ত জিনিসপত্রের মধ্যে জমা জল আছে কি না খতিয়ে দেখার জন্যে বাড়ির ছাদে উঠতে অনুমতি দেওয়া হয় না পৌর কর্মীদের। আর সেই কারণেই বিধাননগর পৌর নিগমের তরফ থেকে ড্রোন ব্যবহার করা হলো।

 

স্বয়ং বিধাননগর পৌর নিগমের প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেন। যাদের বাড়ির ছাদ থেকে জমা জলের চিত্র ধরা পড়ছে তাদের নোটিশ পাঠানো হচ্ছে। এর পাশাপাশি সল্টলেক এ কে(AK) ব্লকের বিভিন্ন জায়গায় পরিদর্শন করা হয়।

 

আর ও পড়ুন     লোকসভায় অবশেষে পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল

 

উল্লেখ্য, ছাদের ওপর জমা জল খুঁজতে ড্রোন দিয়ে নজরদারি।  এই নজরদারি  চালালো বিধাননগর পৌর নিগম।পৌর কর্মীরা ছাদের জমা জল সশরীরে খুঁজতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। উঠতে দেওয়া হয় না ছাদে। আর সেই কারণেই ড্রোন ব্যবহার।ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বিধাননগর পৌর নিগম এলাকায় খুব একটা কম নয়। আর সেই কারণে বিধাননগর পৌর নিগমের তরফ থেকে কোথাও জমা জল জমে আছে কি না খতিয়ে দেখতে একাধিক বার হয়েছে অভিযান, প্রচার। দেওয়া হয়েছে মশার তেল, ব্লিচিং পাউডার। কিন্তু বাধা পড়েছে একটি জায়গায়। সেটি হলো বিধাননগরে ছাদে জমা জল খোঁজার ক্ষেত্রে।

 

বিধাননগরে বিভিন্ন ব্লকে বাড়ির ছাদে ফুলের টপ, পরিত্যক্ত জিনিসপত্রের মধ্যে জমা জল আছে কি না খতিয়ে দেখার জন্যে বাড়ির ছাদে উঠতে অনুমতি দেওয়া হয় না পৌর কর্মীদের। আর সেই কারণেই বিধাননগর পৌর নিগমের তরফ থেকে ড্রোন ব্যবহার করা হলো।স্বয়ং বিধাননগর পৌর নিগমের প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেন। যাদের বাড়ির ছাদ থেকে জমা জলের চিত্র ধরা পড়ছে তাদের নোটিশ পাঠানো হচ্ছে। এর পাশাপাশি সল্টলেক এ কে(AK) ব্লকের বিভিন্ন জায়গায় পরিদর্শন করা হয়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top