ছানাদের বাঁচাতে সিংহীর সঙ্গে চিতাবাঘের ভয়ঙ্কর লড়াই, ভাইরাল ভিডিয়ো

ছানাদের বাঁচাতে সিংহীর সঙ্গে চিতাবাঘের ভয়ঙ্কর লড়াই, ভাইরাল ভিডিয়ো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভাইরাল – সন্তানদের রক্ষার প্রশ্নে কোনও মা-ই স্থির থাকতে পারে না। ঠিক এমনই এক দৃশ্য ধরা পড়ল জঙ্গলের অন্তরালে। শাবকদের দিকে ভয়ঙ্কর সিংহীকে এগিয়ে আসতে দেখে মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল এক চিতাবাঘ। শুরু হল ভয়ঙ্কর লড়াই। সিংহীকে শাবকদের থেকে দূরে সরিয়ে নিতেও সফল হয় মা চিতাবাঘ। সেই ঘটনার ভিডিয়ো এখন নেটমাধ্যমে ভাইরাল। যদিও কোথায় এবং কবে ঘটনাটি ঘটেছে, তা স্পষ্ট নয়।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঝোপের আড়ালে বসেছিল এক চিতাবাঘ, পিছনে লুকিয়ে ছিল তার ছানারা। হঠাৎই ক্ষুধার্ত সিংহীর নজর পড়ে তাদের দিকে। সাবধান হয়ে যায় চিতাবাঘও। শাবকদের দিকে সিংহী এগোতেই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে মা চিতাবাঘ। শুরু হয় ধুন্ধুমার লড়াই। আয়তনে ছোট হলেও ক্ষীপ্রতায় সিংহীকে কড়া টক্কর দেয় সে। এরপর ছানাদের বাঁচাতে সিংহীকে বোকা বানিয়ে অন্য দিকে ছুটে যায় চিতাবাঘটি, সিংহীও তার পিছনে ধাওয়া করে। ফলে রক্ষা পায় শাবকরা। তবে শেষ পর্যন্ত কে জিতেছিল, তা ভিডিয়োতে প্রকাশ পায়নি।

মাত্র ২০ সেকেন্ডের এই ভিডিয়োটি পোস্ট হয়েছে ইনস্টাগ্রামের ‘ইটস_জঙ্গল_’ নামের হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই দু’লক্ষেরও বেশি মানুষ ভিডিয়োটি দেখে ফেলেছেন। লাইক ও কমেন্টে ভরে গিয়েছে পোস্টটি। নেটাগরিকদের বিস্ময় প্রকাশ থামছেই না। একজন লিখেছেন, ‘‘সিংহী কেবল আকারে শক্তিশালী। চিতাবাঘের ক্ষীপ্রতা দেখে অভিভূত হলাম।’’ আরেকজন মন্তব্য করেছেন, ‘‘সত্যিই ভয়ঙ্কর যুদ্ধ। তবে এই লড়াইয়ে আসল রানি চিতাবাঘই।’’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top