গোসাবার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে বনদপ্তর পুলিশের বিশাল বাহিনী নেট দিয়ে ঘেরা হচ্ছে গ্রাম। বছরের শেষ দিনে ফের বাঘের আতঙ্ক এবার গোসাবায়। সুন্দরবন কোস্টাল থানার লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের চরঘেরি গ্রামে একটি বাঘ ঢুকে পড়েছে বলে বৃহস্পতিবার রাত থেকে আতঙ্ক ছড়িয়েছে। গ্রামবাসীদের দাবি, নদীর পাড়ে একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে তাদের আশঙ্কা বাঘ লুকিয়ে আছে গ্রাম লাগোয়া ম্যানগ্রোভ জঙ্গলে।
যেকোনো মুহূর্তে সেই বাঘ গ্রামে ঢুকে হামলা চালাতে পারে। এদিকে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী খবর দেয়া হয় বড় দপ্তরের শুক্রবার সকালে বনদপ্তর এর একটি টিম ঘটনাস্থলে এসে পায়ের ছাপ পরীক্ষার কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রাম লাগোয়া যে জঙ্গল রয়েছে সেখানে নাইলনের নেট দেওয়ার কাজ শুরু হয়েছে।
আর ও পড়ুন কাশ্মীরে এনকাউন্টার, খতম তিন জঙ্গি, আহত পুলিশ ও জওয়ান
বন দপ্তর সূত্রে খবর, বিশেষজ্ঞরা যে পায়ের ছাপ পাওয়া গিয়েছে সেটি পরীক্ষা করে দেখছেন সেটি বাঘের পায়ের ছাপ কিনা তার রিপোর্ট এখনো আসেনি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জঙ্গল লাগোয়া এলাকায় বনদপ্তরের বাহিনী প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে। যে এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে সেখানে বাঘ বেরোনো অস্বাভাবিক নয় বলে জানিয়েছেন বনদপ্তর আধিকারিকরা।
সত্যিই যদি সেখানে বাঘ থেকে থাকে তাহলে তাকে গভীর জঙ্গলে ফেরত পাঠানোর কৌশল কি হবে তা ইতিমধ্যেই ঠিক করার কাজ শুরু করে দিয়েছেন বনদপ্তর আধিকারিকরা। মাত্র দিন কয়েক আগেই বাঘের আতঙ্ক ছড়িয়েছিল কুলতলিতে৷ ছ’ দিনের চেষ্টায় ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘটিকে ধরে বন দফতর৷ তার পর এক সপ্তাহ কাটতে কাটতেই ফের লোকালয়ে বাঘ ঢুকে পড়ার আতঙ্ক৷ কুলতলির আগে দক্ষিণ চব্বিশ পরগণার মৈপীঠেও লোকালয় থেকে ধরা পড়েছিল বাঘ৷।