ছাড়পত্রের অপেক্ষায়, ট্রয় ট্রেন চালাতে প্রস্তুত রেল

ছাড়পত্রের অপেক্ষায়, ট্রয় ট্রেন চালাতে প্রস্তুত রেল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৯ নভেম্বর ২০২০ দার্জিলিং:রাজ্য সরকার থেকে ছাড়পত্র মিললে টয়ট্রেন চালাতে প্রস্তুত রেলদপ্তর। দীর্ঘ দিন ধরে অব্যবহৃত টয় ট্রেনের ট্র্যক সহ স্টেশন গুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখতে এসে এমনটাই জানালেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায়।

করোনা আবহে লকডাউনের সময় থেকেই বন্ধ রয়েছে দার্জিলিংয়ের ওয়ার্ল্ড হেরিটেজ তকমাধারী টয় ট্রেন পরিসেবা। এরপরে আনলক পর্বে বেশ কিছু স্পেশাল ট্রেন ছাড়া বাকি সমস্ত ট্রেনের মতো বন্ধ রয়েছে দার্জিলিংয়ের ট্রয় ট্রেন । আনলক পর্বে পাহাড়ে পর্যটন শিল্পকে সরকারের কোভিড গাইডলাইন মেনে খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে পাহাড়ে ফের পর্যটকদের আনাগোনাও শুরু হয়েছে কিন্তু বন্ধ রয়েছে টয় ট্রেন পরিষেবা। যার ফলে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরা দার্জিলিং সফরে এসেও টয় ট্রেনের জয় রাইড থেকে বঞ্চিত থাকছেন। আর এই বিষয়টিকে মাথায় রেখে ইতিমধ্যেই রেলের তরফে দার্জিলিংয়ের জেলাশাসকের মাধ্যমে রাজ্য সরকারের অনুমতির জন্য চিঠি দেওয়া হয়েছে কিন্তু রাজ্যের তরফে এখনো কোনো সদুত্তর না আসায় পরিষেবা চালু করেনি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তবে পরিষেবা যাতে খুব শীঘ্রই চালু করা যায় সে জন্য সমস্ত দিক প্রস্তুত রাখতে সোমবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায় সহ কাটিহার ডিভিশনের ডিআরএম রবীন্দ্র কুমার ভার্মা পরিদর্শনে আসেন। এদিন সকালে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সেজা মিনি টয় ট্রেনে করে সুকনা ও রংটং এ যান তারা। টয়ট্রেনের বর্তমানে ট্রাকের অবস্থা এবং কাজকর্ম সহ স্টেশনের বর্তমান পরিকাঠামো সবকিছুই খতিয়ে দেখেন। রংটং স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেনারেল ম্যানেজার সঞ্জীব রায় বলেন, টয় ট্রেন পরিষেবাকে চালু করতে সমস্ত দিক থেকে প্রস্তুত রয়েছে রেল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top