বিরাট খবর! ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য কোভ্যাক্সিনের ছাড়পত্র দিল কেন্দ্র। দেশে ওমিক্রন থাবা বসিয়েছে। করোনা সংক্রমণ কিছুটা কমলেও জুন-জুলাই থেকে ফের একবার সংক্রমণের গ্রাফ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই আগে থাকতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাচ্চাদের টিকাকরণ শুরু করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে, ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকার জরুরিভিত্তিক প্রয়োগের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া।
তবে শিশুদের কোভ্যাক্সিন টিকা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে DCGI। বলা হয়েছে, শিশুদের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করার আগে প্রয়োজনীয় তথ্য যাচাই করে নিতে হবে। নিয়মিত ডেটা সার্ভে করারও নির্দেশ দেওয়া হয়েছে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেককে। প্রতি ১৫ দিন অন্তর এই সার্ভে খতিয়ে দেখা হবে। আগামী দু’মাস এই সার্ভে চলবে বলেও জানিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন গোবরডাঙার তৃণমূল অঞ্চল সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার
এরপর পাঁচমাস অন্তর শিশুদের উপর কোভ্যাক্সিনের প্রভাব এবং প্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে বলে খবর। তবে শুধু কোভ্যাক্সিনই নয়, জাইকভ-ডি (Zycov-D) ভ্যাকসিনকেও জরুরিভিত্তিতে প্রয়োগের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। এর আগে কেন্দ্রের তরফে ১২ বছরের ঊর্ধ্বের সকল কিশোরের জন্য Covovax Vaccine দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। আগে শুধুমাত্র জরুরি ভিত্তিতে ব্যবহার করা যেত Serum Institute Of India-র ওই ভ্যাকসিন। বর্তমানে ওই টিকাকে জাতীয় টিকাকরণ প্রোগামের অন্তর্ভুক্ত করেছে National Advisory Group on Immunization। ইতিমধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সীরা ওই টিকা নিতে পারছে। ছাড়পত্র দিল