নাইট কারফিউ রাত ১০ টায়, কখন ছাড়বে শেষ মেট্রো?

নাইট কারফিউ রাত ১০ টায়, কখন ছাড়বে শেষ মেট্রো?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ছাড়বে

নাইট কারফিউ রাত ১০ টায়, কখন ছাড়বে শেষ মেট্রো?  রাজ্যে ভয়ঙ্করভাবে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ   রুখতে কড়া বিধি জারি হয়েছে রাজ্যে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকছে নাইট কারফিউ। বন্ধ থাকবে সরকারি, বেসরকারি যান চলাচল। নিজের গাড়িতেও রাস্তায় বেরনো যাবে না। রেস্তোরাঁ থেকে পানশালা, সবই বন্ধ করতে হবে তার আগে। যাতে মানুষজন ১০টার পর আর রাস্তায় না থাকেন।

 

সেই মতো পরিবর্তিত হল শেষ মেট্রো ছাড়ার সময়। সকালে মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে। কিন্তু রাতে শেষ ট্রেন ছাড়ার সময়ে অদলবদল করা হচ্ছে। এখন দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টায়। এবং রাত ৮টা ৪৮মিনিটে শেষ ট্রেন ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। এই নিয়ে মেট্রো রেলের এক আধিকারিক জানালেন, রাত ১০টা থেকে নাইট কারফিউ জারি। সেই মতোই বদলানো হল শেষ মেট্রোর সময়।

এদিন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। তবে সোমবার থেকে স্মার্টকার্ড ছাড়া ঢোকা যাবে না মেট্রো স্টেশনে। টোকেন দেওয়া বন্ধ। মানতে হবে কোভিড বিধি। মাস্ক পরা বাধ্যতামূলক।

 

এদিন ট্রেন চালানো নিয়েও কড়া বিধি জারি করা হল। সন্ধে ৭টা পর রাজ্যে চলবে না লোকাল ট্রেন। এমনিতে সারা দিন ট্রেন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে। কিন্তু প্রশ্ন, ৫০ শতাংশ যাত্রী নিয়েই ট্রেন বা মেট্রো যে চলছে, তা নজর রাখবে কে?‌

 

আর ও পড়ুন       রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজারের গন্ডি পার করে ফেললো

 

উল্লেখ্য,    রাজ্যে ভয়ঙ্করভাবে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ   রুখতে কড়া বিধি জারি হয়েছে রাজ্যে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকছে নাইট কারফিউ। বন্ধ থাকবে সরকারি, বেসরকারি যান চলাচল। নিজের গাড়িতেও রাস্তায় বেরনো যাবে না। রেস্তোরাঁ থেকে পানশালা, সবই বন্ধ করতে হবে তার আগে। যাতে মানুষজন ১০টার পর আর রাস্তায় না থাকেন।

 

সেই মতো পরিবর্তিত হল শেষ মেট্রো ছাড়ার সময়। সকালে মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে। কিন্তু রাতে শেষ ট্রেন ছাড়ার সময়ে অদলবদল করা হচ্ছে। এখন দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টায়। এবং রাত ৮টা ৪৮মিনিটে শেষ ট্রেন ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। এই নিয়ে মেট্রো রেলের এক আধিকারিক জানালেন, রাত ১০টা থেকে নাইট কারফিউ জারি। সেই মতোই বদলানো হল শেষ মেট্রোর সময়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top