ছায়াপথে খোঁজ মিললো নতুন গ্রহের ! সৌরজগতে রয়েছে আটটি গ্রহ। সৌরজগতের বাইরেও অসংখ্য গ্রহ রয়েছে। আমাদের সৌরজগত যে আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে অবস্থিত সেখানেই এখনও পর্যন্ত চার হাজার এক্সোপ্ল্যানেটের সন্ধান পাওয়া গেছে। কিন্তু এবার এমন এক গ্রহ খুঁজে পেলেন নাসার বিজ্ঞানীরা যেটি এই গ্যালাক্সিরই নয়। ২.৮ কোটি আলোকবর্ষ দূরে থাকা গ্রহটিকে অন্য এক ছায়াপথে খুঁজে পেলেন বিজ্ঞানীরা।
নাসার চন্দ্র অবজার্ভেটরি টেলিস্কোপের সাহায্যে এই প্রথম আমাদের ছায়াপথের বাইরের কোনও গ্রহের ‘দেখা’ পাওয়া গেল। মিল্কিওয়ে গ্যালাক্সিতে অবস্থিত গ্রহগুলোর দূরত্ব সবচেয়ে বেশি তিন হাজার আলোকবর্ষ। কিন্তু নতুন খুঁজে পাওয়া গ্রহটি রয়েছে আমাদের থেকে ২.৮ আলোকবর্ষ দূরে। যে ছায়াপথে এর খোঁজ মিলল তার নাম মেসিয়ার ৫১ বা এম৫১।
আরও পড়ুন দলীয় শৃঙ্খলা আর ঐক্যের ওপর জোর দেওয়ার নির্দেশ দিলেন সোনিয়া গান্ধী
জানা গেছে, কোনও এক ব্ল্যাকহোলকে কেন্দ্র করে ঘুরে চলেছে গ্রহটি। এই গবেষণার কাণ্ডারী রোজান ডি স্টেফানো বলছেন, ”এক্স রে-র সাহায্যে আমরা নতুন নতুন গ্রহের অনুসন্ধান পেয়েছি। আমাদের লক্ষ্য আরও নতুন ধরনের বিশ্বের অন্বেষণ করা। এই পদ্ধতিতেই এবার অন্য ছায়াপথে অবস্থিত গ্রহকেও খুঁজে পাওয়া গেল।
উল্লেখ্য, ছায়াপথে খোঁজ মিললো নতুন গ্রহের ! সৌরজগতে রয়েছে আটটি গ্রহ। সৌরজগতের বাইরেও অসংখ্য গ্রহ রয়েছে। আমাদের সৌরজগত যে আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে অবস্থিত সেখানেই এখনও পর্যন্ত চার হাজার এক্সোপ্ল্যানেটের সন্ধান পাওয়া গেছে।
কিন্তু এবার এমন এক গ্রহ খুঁজে পেলেন নাসার বিজ্ঞানীরা যেটি এই গ্যালাক্সিরই নয়। ২.৮ কোটি আলোকবর্ষ দূরে থাকা গ্রহটিকে অন্য এক ছায়াপথে খুঁজে পেলেন বিজ্ঞানীরা। নাসার চন্দ্র অবজার্ভেটরি টেলিস্কোপের সাহায্যে এই প্রথম আমাদের ছায়াপথের বাইরের কোনও গ্রহের ‘দেখা’ পাওয়া গেল। মিল্কিওয়ে গ্যালাক্সিতে অবস্থিত গ্রহগুলোর দূরত্ব সবচেয়ে বেশি তিন হাজার আলোকবর্ষ। কিন্তু নতুন খুঁজে পাওয়া গ্রহটি রয়েছে আমাদের থেকে ২.৮ আলোকবর্ষ দূরে। যে ছায়াপথে এর খোঁজ মিলল তার নাম মেসিয়ার ৫১ বা এম৫১।